Advertisement
২৬ এপ্রিল ২০২৪

গ্রহ ও হাতের রেখা অনুযায়ী মানুষের প্রতিভা সম্পর্কে জেনে নিন

অনামিকার তৃতীয় থেকে দ্বিতীয় পর্ব পর্যন্ত দুটি রেখা এবং কর-ত্রিভুজ ও কর-চতুর্ভুজ অক্ষুন্ন থাকলে জাতক সৎ ও সৌভাগ্যশালী হয়। ভাগ্যরেখা থেকে একটি শাখা বুধক্ষেত্রে গেলে জাতক বিজ্ঞান অথবা ব্যবসা-বাণিজ্যে বিশেষ সাফল্য অর্জন করে

শ্রীমতী অপালা
শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০১৮ ০০:০৬
Share: Save:

১।বৃহস্পতির ক্ষেত্র থেকে শিরোরেখা পর্যন্ত বিস্তৃত রেখার উপরে তারকা চিহ্ন থাকলে, দৈবানুকূলে অর্থলাভ হয়। এবং এই স্থানে চতুষ্কোণ থাকলে জাতক প্রতিভাশালী ও উপার্জনশালী হয়।
২।বৃহস্পতি বা শুক্রের স্থান উঁচু এবং হৃদয়রেখা অভগ্ন হলে দয়ালু বা প্রতিভাবান হয়।
৩।অনামিকার তৃতীয় থেকে দ্বিতীয় পর্ব পর্যন্ত দুটি রেখা এবং কর-ত্রিভুজ ও কর-চতুর্ভুজ অক্ষুন্ন থাকলে জাতক সৎ ও সৌভাগ্যশালী হয়।
৪।বুধের ক্ষেত্র চতুষ্কোণ থাকলে ও তা স্পষ্ট হলে জাতক রাজনীতিক হয়।
৫।বৃহস্পতির ক্ষেত্র থেকে রাহুর স্থানে ত্রিকোণ থাকলে জাতকের যুদ্ধে অর্থলাভ হয়।
৬।হাতে শুক্রবন্ধনী অভগ্ন ও রবিরেখা থাকলে জাতক শিল্পে ও সাহিত্যে প্রচুর উপার্জন করে।
৭।রবির ক্ষেত্র উচ্চ হলে এবং সেখানে তারকা চিহ্ন থাকলে ও রবিরেখা সুস্পষ্ট হলে আর সেই সঙ্গে বৃহস্পতির উপরে ক্রশচিহ্ন থাকলে জাতক বাণী সেবায় পুরস্কার লাভ করে।
৮।মণিবন্ধে ক্রশচিহ্ন, হাতে বৃহৎ ত্রিভুজ ও তর্জনীর তৃতীয় পর্বে স্পষ্ট সরলরেখা, মধ্যমার তৃতীয় পর্বে সরলরেখা ও রবিরেখা থাকলে জাতকের পরধনপ্রাপ্তি অবশ্যম্ভাবী।
৯।ভাগ্যরেখা থেকে একটি শাখা বুধক্ষেত্রে গেলে জাতক বিজ্ঞান অথবা ব্যবসা-বাণিজ্যে বিশেষ সাফল্য অর্জন করে।
১০।বৃহস্পতি ও রবিরেখা প্রথম ও আঙুল চৌকো হলে জাতক কারুকার্যে নিপুণ হয়ে থাকে।
১১।বৃদ্ধাঙ্গুলিতে যব চিহ্ন ও হাতে যদি জ্ঞানরেখা থাকে তাহলে জাতক জ্ঞানী হয়।
১২।বুধের স্থান উচ্চ, তাতে তিনটি রেখা থাকলে ও রবিরেখা সুস্পষ্ট হলে জাতক সুবিদ্য

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Astrology talent planet and line
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE