গ্রহের রাশি পরিবর্তন একটি সাধারণ বিষয় হলেও একই মাসে নয়টি গ্রহের রাশি পরিবর্তন একটি গুরুত্বপূর্ণ বিষয়। বর্তমান বছরে, অর্থাৎ ২০২২-এর এপ্রিলে ন’টি গ্রহ রাশি পরিবর্তন করবে। এই ন’টি গ্রহের মধ্যে রাহু এবং কেতু শারীরিক অস্তিত্ব সম্পন্ন গ্রহ নয়। রাহু, কেতু গাণিতিক বিন্দু। গাণিতিক বিন্দু হলেও রাহু, কেতুর দূরত্ব (কৌণিক) অনুসারে বিভিন্ন প্রভাব দান করে। এই কারণে রাহু, কেতু প্রভাবশালী এবং তাদের গ্রহ হিসাবে ধরা হয়। ন’টি গ্রহকে গতির উপর ভিত্তি করে দু’টি ভাগে ভাগ করা হয়। দ্রুত গতি এবং ধীর গতির গ্রহ।
শনি, রাহু, কেতু এবং বৃহস্পতিকে ধীর গতির গ্রহ বলা হয়। বুধ, শুক্র, মঙ্গল, রবি এবং চন্দ্র দ্রুত গতি সম্পন্ন গ্রহ। সমস্ত গ্রহই রাশি পরিবর্তনে কিছু না কিছু ফল দান করে থাকে। যে হেতু ধীর গতি গ্রহ বেশি সময় একই রাশিতে অবস্থান করে, সেই কারণে ফল দানের ক্ষমতাও বেশি।
কবে কোন গ্রহ রাশি পরিবর্তন করছে—