Advertisement
১১ মে ২০২৪

রাশিচক্রের ৯টি গ্রহকে সন্তুষ্ট করার সহজ কিছু টিপস

কী উপায়ে রাশিচক্রের ৯টি গ্রহকে সন্তুষ্ট করা সম্ভব। দেখে নিন এক ঝলকে।

শ্রীমতী অপালা
শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০১৯ ০০:০০
Share: Save:

চন্দ্র

• সোমবার উপবাস করে শিব ও কমলার পুজো করুন।

• বাড়িতে সাদা রঙের গরু, খরগোশ প্রভৃতি পালন করুন।

• চন্দ্রের বস্তু সামগ্রী মন্দির, মসজিদ বা গির্জায় দান করুন।

মঙ্গল

• মঙ্গলবার উপবাস থেকে বজরংবলি বা বগলাদেবীর পুজো করুন।

• গম বা মুসুর ডাল মন্দিরে দান করুন।

• মাটির পাত্রে মধু ভর্তি করে ঘরে রেখে দিন।

বুধ

• বুধবার উপবাস থেকে ত্রিপুরাসুন্দরী বা মা দুর্গার পুজো করুন।

• নদীর জলে সবুজ জিনিস ভাসিয়ে দিন।

• ঘরে বুদ্ধের মূর্তি বা ছবি রাখুন।

বৃহস্পতি

• বৃহস্পতিবারে উপবাস থেকে লক্ষ্মীদেবী ও তারা মায়ের পুজো করুন।

• হলুদ ফুল দিয়ে পুজো করুন এবং হলুদের টিপ পরুন। বট গাছে জল দিন।

আরও পড়ুন: শারীরিক গঠন দেখে জেনে নিন আপনার প্রেমিকা কেমন হবে

• কারও কাছ থেকে দান গ্রহন করবেন না।

শুক্র

• শুক্রবার উপবাস করে ভুবনেশ্বরীর পুজো করুন।

• ঘি, দুধ, দই মন্দিরে দান করুন।

• বাড়িতে সাদা ফুলগাছ লাগান।

• কখনও ছেঁড়া জামাকাপড় পরবেন না। পারফিউম ব্যবহার করুন।

• নর্দমাতে হলুদ ফুল ফেলুন।

শনি

• শনিবার উপবাস থেকে দক্ষিণাকালির পুজো করুন নীল ফুল দিয়ে।

• মন্দিরে কালো তিল, সরষে বা লবঙ্গ দান করুন।

• শনিবারে কাক, কুকুরকে খাওয়ান।

রবি

• সূর্যদেবের ধ্যান করুন, রবিবার উপবাস করে সাদা ফুল দিয়ে শিব ও মাতঙ্গীর পুজো করুন।

• তামার টুকরো প্রবাহিত জলে ফেলুন কিংবা বালিশের মধ্যে রাখুন।

• গুরুত্বপূর্ণ কাজ করার আগে মিছরি খেয়ে নিন।

রাহু

• শনিবারে উপবাস থেকে দেবী ছিন্নমস্তার পুজো করুন।

• রুপোর টুকরো বালিশের নীচে রেখে ঘুমোন।

• মন্দিরের সামনে মাথা ঝুঁকিয়ে প্রণাম করবেন। রোজ শ্বেতচন্দনের টিপ পরুন।

কেতু

• বৃহস্পতিবার উপবাস থেকে ধূমাবতীর পুজো করুন।

• কয়লার চারটি টুকরো ৪৮ দিন নদীতে ভাসিয়ে দিন।

• নয় বছরের কম বয়সের বালিকাদের ফল খাওয়ান যেটা তারা ভালবাসে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

zodiac sign Rashi রাশিচক্র
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE