Advertisement
২৭ এপ্রিল ২০২৪
Lunthan Sasthi

শনিবার লুণ্ঠন বা লোটন ষষ্ঠী, জেনে নিন নির্ঘণ্ট

পৌরাণিক কাহিনি অনুসারে রাজা প্রিয়ব্রত দেবী ষষ্ঠীর পূজা করে তাঁর মৃত সন্তানদের ফিরে পান। এর পর থেকেই দেবী ষষ্ঠীর পূজার প্রচলন শুরু হয়। দেবী ষষ্ঠী কেবলমাত্র সন্তানদাত্রীই নন, তিনি সন্তানের রক্ষাকারিণীও।

প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

সুপ্রিয় মিত্র
শেষ আপডেট: ১২ অগস্ট ২০২১ ০৮:১৬
Share: Save:

পৌরাণিক কাহিনি অনুসারে রাজা প্রিয়ব্রত দেবী ষষ্ঠীর পূজা করে তাঁর মৃত সন্তানদের ফিরে পান। এর পর থেকেই দেবী ষষ্ঠীর পূজার প্রচলন শুরু হয়। দেবী ষষ্ঠী কেবলমাত্র সন্তানদাত্রীই নন, তিনি সন্তানের রক্ষাকারিণীও। দেবী ষষ্ঠী প্রতি মাসের শুক্লা ষষ্ঠী তিথিতে পূজিত হন। প্রত্যেক মাসের ষষ্ঠী তিথিতে ভিন্ন নামে ভিন্ন ব্রত অনুসারে পূজিত হলেও তার উদ্দেশ্য সন্তানের মঙ্গল কামনা। শ্রাবণ মাসের শুক্লা ষষ্ঠী তিথিতে দেবী লুণ্ঠন ষষ্ঠী নামে পূজিত হন।

আগামী ২৯ শ্রাবণ, ১৪ অগস্ট, শনিবার লুণ্ঠন ষষ্ঠী।

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে–

ষষ্ঠী তিথি আরম্ভ–

বাংলা– ২৮ শ্রাবণ, শুক্রবার।

ইংরেজি– ১৩ অগস্ট, শুক্রবার।

সময়– দুপুর ১টা ৪৩ মিনিট।

ষষ্ঠী তিথি শেষ–

বাংলা– ২৯ শ্রাবণ, শনিবার।

ইংরেজি– ১৪ অগস্ট, শনিবার।

সময়– সকাল ১১টা ৫১ মিনিট।

গুপ্তপ্রেস পঞ্জিকা মতে–

ষষ্ঠী তিথি আরম্ভ–

বাংলা– ২৭ শ্রাবণ, শুক্রবার।

ইংরেজি– ১৩ অগস্ট, শুক্রবার।

সময়– দুপুর ২টো ০৬ মিনিট ৫৫ সেকেন্ড।

ষষ্ঠী তিথি শেষ–

বাংলা– ২৮ শ্রাবণ, শনিবার।

ইংরেজি– ১৪ অগস্ট, শনিবার।

সময়– বেলা ১২টা ০২ মিনিট ৫৯ সেকেন্ড।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Lunthan Sasthi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE