Advertisement
২৭ এপ্রিল ২০২৪

শ্রীশ্রীমনসাদেবী ও অষ্টনাগপূজার নির্ঘণ্ট ও সময়সূচি

উল্লেখ্য, নাগকুল কাশ্যপমুনির জাত, যা সাধারণ সাপ থেকে সম্পূর্ণ ভিন্ন ও বিশেষ ক্ষমতাসম্পন্ন। যেমন অনন্ত, শিষ, বাসুকি প্রভৃতি। উদাহরণ স্বরূপ বিষ্ণুর মস্তকের উপরে থাকে শিষ নাগ।

পার্থপ্রতিম আচার্য
শেষ আপডেট: ২০ জুলাই ২০১৯ ০০:০৫
Share: Save:

আষাঢ় মাসের পূর্ণিমার পর যে পঞ্চমী তিথি (শ্রাবণ), তাকে নাগপঞ্চমী বলে। নাগপঞ্চমীতে উঠানে সিজগাছ স্থাপন করে মনসা পূজা করা হয়। ভাদ্র মাসের কৃষ্ণা পঞ্চমী পর্যন্ত পূজা করার বিধান আছে। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে এক মাস যাবত্ পূজা করে পূজা সমাপনান্তে বিশেষ পুজো করা হয় অথবা শুধুমাত্র শেষ দিনে পুরোহিত দ্বারা পূজা করা হয়।
উল্লেখ্য, নাগকুল কাশ্যপমুনির জাত, যা সাধারণ সাপ থেকে সম্পূর্ণ ভিন্ন ও বিশেষ ক্ষমতাসম্পন্ন। যেমন অনন্ত, শিষ, বাসুকি প্রভৃতি। উদাহরণ স্বরূপ বিষ্ণুর মস্তকের উপরে থাকে শিষ নাগ।


আরও পড়ুন:শ্রাবণ মাসে এই ভাবে শিবের ব্রত পালন করলে মনস্কামনা পূর্ণ হয়


এখন দেখে নেওয়া যাক ১৪২৬ সনের শ্রীশ্রীমনসাদেবী ও নাগপঞ্চমী পূজার সময়সূচি বিশুদ্ধ সিদ্ধান্ত ও গুপ্তপ্রেশ পঞ্জিকা মতে—
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে:
বাংলা তারিখ: ৫ শ্রাবণ ১৪২৬, সোমবার।
ইং তারিখ: ২২/০৭/২০১৯।
সময়: দুপুর ঘ ২/৪ মিনিট সময়ের মধ্যে পূজা সমাপন।
পঞ্চমী আরম্ভ: সকাল ১১টা ৪০ মিনিট পরে (বাংলা- ৪ শ্রাবণ ১৪২৬, রবিবার। এবং ইং- ২১/০৭/২০১৯)
পঞ্চমী শেষ: দুপুর ২টো ৪ মিনিট পর্যন্ত (৫ শ্রাবণ /ইং- ২২/০৭/২০১৯)
গুপ্তপ্রেস পঞ্জিকা মতে:
বাংলা তারিখ: ৫ শ্রাবণ ১৪২৬, সোমবার।
ইং তারিখ: ২২/০৭/২০১৯।
সময়: বেলা ঘ ১০/৪৯ মিনিট সময়ের মধ্যে পূজা সমাপন।
পঞ্চমী আরম্ভ: সকাল ০৮টা ৫১ মিনিট পরে (বাংলা- ৪ শ্রাবণ ১৪২৬, রবিবার। এবং ইং- ২১/০৭/২০১৯)
পঞ্চমী শেষ: বেলা ১০/৪৯ মিনিট পর্যন্ত (৫ শ্রাবণ /ইং- ২২/০৭/২০১৯)
মনসা মন্ত্র:
‘দেবীং সম্পূজ্য নত্বা চ ন সর্পভয়মাপ্নুয়াৎ পঞ্চম্যাং পূজয়েন্নাগাননন্তাদিমহোরগান্। ক্ষীরং সর্পিশ্চ নৈবেদ্যং দেয়ং সর্পবিষাপহম্’।।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Manasha Puja Manasha
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE