Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Sita Navami

আসছে সীতা নবমী, জেনে নিন নির্ঘণ্ট ও সময়সূচি

লক্ষ্মীর অবতার, বিষ্ণুর সপ্তম অবতার রামচন্দ্রের স্ত্রী সীতা। বৈশাখ মাসের শুক্ল নবমী তিথিতে মাতা সীতার পৃথিবীতে আবির্ভাব হয় বলে মনে করা হয়। এই কারণে বৈশাখের শুক্ল নবমী তিথিকে সীতা নবমী বলা হয়।

সীতা নবমী তিথিতে লক্ষ্মীনারায়ণের পূজা, হনুমানজীর পূজা বিশেষ শুভফল দায়ক।

সীতা নবমী তিথিতে লক্ষ্মীনারায়ণের পূজা, হনুমানজীর পূজা বিশেষ শুভফল দায়ক।

সুপ্রিয় মিত্র
শেষ আপডেট: ১৭ মে ২০২১ ০৭:৫৩
Share: Save:

লক্ষ্মীর অবতার, বিষ্ণুর সপ্তম অবতার রামচন্দ্রের স্ত্রী সীতা। বৈশাখ মাসের শুক্ল নবমী তিথিতে মাতা সীতার পৃথিবীতে আবির্ভাব হয় বলে মনে করা হয়। এই কারণে বৈশাখের শুক্ল নবমী তিথিকে সীতা নবমী বলা হয়। এই সীতা নবমীর ব্রত হিন্দু মহিলা, বিশেষত বিবাহিত মহিলাদের কাছে পূণ্য ব্রত। এই ব্রত পালনে স্বামীর কল্যাণ, দীর্ঘায়ু এবং সংসারের মঙ্গল হয়।

সীতা নবমী তিথিতে লক্ষ্মীদেবী মা সীতা রূপে পূজিতা হন। সীতার সঙ্গে বিষ্ণুর অবতার শ্রীরাম, লক্ষ্মণ এবং হনুমানজীও পূজিত হন।

সীতা নবমীর ব্রত পালনের মধ্য দিয়ে লক্ষ্মীনারায়ণেরই পূজা করা হয়। সীতা নবমী তিথিতে লক্ষ্মীনারায়ণের পূজা, হনুমানজীর পূজা বিশেষ শুভফল দায়ক।

আগামী ২১ মে, ৬ জ্যৈষ্ঠ, শুক্রবার শ্রী শ্রী সীতা নবমী ব্রত।

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে–

নবমী তিথি আরম্ভ–

বাংলা– ৫ জ্যৈষ্ঠ, বৃহস্পতিবার।

ইংরেজি– ২০ মে, বৃহস্পতিবার।

সময়– সকাল ১২টা ২৩ মিনিট।

নবমী তিথি শেষ–

বাংলা– ৬ জ্যৈষ্ঠ, শুক্রবার।

ইংরেজি– ২১ মে, শুক্রবার।

সময়– সকাল ১১টা ১১ মিনিট।

শ্রী শ্রী সীতা নবমীর ব্রত, শ্রী শ্রী জানকী নবমী ব্রত। শ্রী শ্রী শুক্র গ্রহাবির্ভাব।

গুপ্তপ্রেস পঞ্জিকা মতে–

নবমী তিথি আরম্ভ–

বাংলা– ৫ জ্যৈষ্ঠ, বৃহস্পতিবার।

ইংরেজি– ২০ মে, বৃহস্পতিবার।

সময়– সকাল ৬টা ৫৭ মিনিট ৪৬ সেকেন্ড।

সকাল ৬টা ৫৭ মিনিট ৪৬ সেকেন্ড থেকে স্মার্তমতে শ্রী শ্রী সীতা নবমী ব্রতম। শ্রী শ্রী জানকী নবমী ব্রতম।

নবমী তিথি শেষ–

বাংলা– ৬ জ্যৈষ্ঠ, শুক্রবার।

ইংরেজি– ২১ মে শুক্রবার।

সময়– সকাল ৫টা ৫০ মিনিট ৫৯ সেকেন্ড।

গোস্বামী মতে সকাল ৫টা ৫০ মিনিট ৫৯ সেকেন্ডের মধ্যে শ্রী শ্রী সীতা নবমীর ব্রত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Sita Navami
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE