Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Buddha Purnima

বুদ্ধপূর্ণিমার দিন এই টোটকাগুলো করলে সাফল্য আসবে

বুদ্ধপূর্ণিমা অত্যন্ত পবিত্র একটি তিথি। এই দিন নানা রকম শুভ কাজ করা হয়। এই তিথিতে আমরা বহু শুভ কাজ করি।

এই তিথিতে আমরা বহু শুভ কাজ করি।

এই তিথিতে আমরা বহু শুভ কাজ করি।

 শ্রীমতী অপালা
শেষ আপডেট: ২২ মে ২০২১ ০৭:৪৬
Share: Save:

বুদ্ধপূর্ণিমা অত্যন্ত পবিত্র একটি তিথি। এই দিন নানা রকম শুভ কাজ করা হয়। এই তিথিতে আমরা বহু শুভ কাজ করি। এই তিথিতে ভক্তি এবং সঠিক নিয়ম মেনে করা হলে তার ফল পাওয়া যায় খুব দ্রুত। বুদ্ধপূর্ণিমার দিন এই কাজগুলো করলে জীবনে সাফল্যের শিখরে পৌঁছতে সময় লাগবে না।

দেখে নিন কাজগুলো কী কী—

• যাঁদের দীক্ষা হয়ে গিয়েছে তাঁরা অবশ্যই এই দিন গুরুগৃহে বা গুরুর মন্দিরে গিয়ে গুরুর উদ্দেশে কিছু দান করুন। এর ফলে গুরুর কৃপা আপনার ওপর সদা বজায় থাকবে এবং গুরুর আশির্বাদে কাজে সাফল্য আসবে। যাঁরা গুরুগৃহে বা মন্দিরে যেতে পারবেন না তাঁরা কাছাকাছি কোনও মন্দিরে কিছু দান করতে পারেন।

• এই দিন কোনও মতেই বাড়িতে আমিষ রান্না করা যাবে না। নিরামিষ রান্না করতে হবে।

• এই দিন সারা দিন উপবাস থেকে সন্ধ্যাবেলা চন্দ্রদেবকে জল অর্পণ করে তার পর উপবাস ভঙ্গ করতে হবে। যখন জল অর্পণ করা হবে তখন মনের সব বাসনা জানাতে হবে।

• এই দিন নিজের রাশি, লগ্ন অনুযায়ী রঙিন পাথর ভাল করে গঙ্গাজলে ধুয়ে ঠাকুরের কাছে রেখে পুজো করুন। তারপর টাকা রাখার জায়গায় রেখে দিন।

• এই দিন বাড়িতে পাঁচটা ৯ বছরের কম বয়সের বাচ্চাদের খাওয়ানো অত্যন্ত শুভ বলে মানা হয়।

• এই দিন রাতে বাড়ির ছাদের চার কোণে চারটি সরষের তেলের প্রদীপ জ্বালতে হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Buddha Purnima
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE