Advertisement
২৬ এপ্রিল ২০২৪

রাশি অনুযায়ী ধনতেরাসে কখন কোন ধাতু কেনা উচিত

দেখে নেওয়া যাক ধনতেরাসে কেনাকাটার শুভ মুহূর্ত

পার্থপ্রতিম আচার্য
শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০১৮ ০০:০০
Share: Save:

ধনতেরাস সুখ, শান্তি, সমৃদ্ধি ও সঞ্চয়ের জন্য সাধ্য মতো সোনা, তামা, রুপো বা বাসনপত্রাদি অথবা কোনও ভগবানের মূর্তি কিনে পুজোর আয়োজন করুন।

এখন দেখে নেওয়া যাক ধনতেরাসে কেনাকাটার শুভ মুহূর্ত-

৫ নভেম্বর ধনতেরাসের দিন সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত, এরপর আবার সন্ধ্যে সাড়ে ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত থাকবে এই সময় কাল।

এখন দেখে নেওয়া যাক রাশি অনুযায়ী কার কোন ধাতু কেনা শুভ ফলদায়ক হবে-

১। মেষ রাশি- সোনা।

২। বৃষ রাশি- সোনা ও রুপো।

৩। মিথুন রাশি- সোনা অথবা রুপো।

৪। কর্কট রাশি- পিতল।

৫। সিংহ রাশি- সোনা।

৬। কন্যা রাশি- সোনা।

৭। তুলা রাশি- সোনা বা রুপো।

৮। বৃশ্চিক রাশি- পিতল।

৯। ধনু রাশি- রুপো।

১০। মকর রাশি- রুপো।

১১। কুম্ভ রাশি- পিতল।

১২। মীন রাশি- রুপো।

বিঃ দ্রঃ- কেনা ধাতু ঠাকুরঘরে লক্ষ্মীদেবীর সামনে রাখুন।

ঘি বা তেল দ্বারা প্রদীপ জ্বালান এবং সেই সঙ্গে অতিথি নারায়ণের সেবা দিন, সব কিছুই আপন সাধ্যমতো। ধনতেরাস ব্রত পালনে ধনসম্পত্তি ও আয়ু বৃদ্ধি হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Rashi Dhanteras Kali Puja
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE