আজকের দিন- নিকট কারও কাছ থেকে অপমানজনক ব্যবহার পেতে পারেন। প্রতিযোগিতায় সাফল্য লাভের যোগ। জলপথে ভ্রমণ এড়িয়ে চলুন। দাম্পত্য জীবন ভাল থাকবে। ব্যবসার যোগ খুব ভাল দেখা যাচ্ছে। বন্ধুদের সঙ্গে খুব ভাবনাচিন্তা করে মেলামেশা করবেন, কেউ বিপদে ফেলতে পারেন। গবেষকদের জন্য ভাল সময়। প্রতিকূল পরিস্থিতি মানিয়ে চলুন। সামাজিক কাজের জন্য মানুষের প্রীতিলাভ করতে পারবেন। চিকিৎসকদের জন্য প্রতিকূল সময়। লটারিপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। হঠাৎ কোনও কারণে মন উদাসীন হয়ে পড়বে।
এই বছর- পাশের বাড়ির লোকের সঙ্গে সম্পত্তি নিয়ে আলোচনা। ধর্মীয় কাজে দান করতে ইচ্ছা করবে। ব্যবসায় কর্মচারী নিয়ে বিবাদ। প্রেমের ক্ষেত্রে ব্যাকুলতা বাড়তে পারে। অতিথির ব্যাপারে চাপ বাড়বে। ভূমি ক্রয়ের জন্য সমস্যা দেখা দিতে পারে। তীর্থভ্রমণের জন্য বাড়িতে আলোচনা। ব্যবসায় লাভ বাড়তে পারে। গুরুজনের চিকিৎসার খরচ বৃদ্ধি পাবে। শরীর নিয়ে দুর্ভোগ। বাড়তি কাজের মুল্য পাবেন না। কর্মস্থানের পরিবর্তন হতে পারে।
চরিত্র- জাতকের স্বাস্থ্য ভাল, রোগব্যাধি বিশেষ হয় না। এঁরা একটু নির্জনতাপ্রিয়। এঁদের সহিষ্ণুতা ও ধৈর্য যথেষ্ট। জাতক শান্তিপ্রিয়, তবে ভীরু নন। চাকরি অপেক্ষা ব্যবসাই জাতকের পক্ষে ফলপ্রদ। জাতক সৎকর্ম পরায়ণ, বহু ভাষায় অভিজ্ঞ। ধর্মভাব বেশি থাকলেও তা চাপা থাকে। খেতে ও খাওয়াতে খুব ভালবাসেন। জাতকের বিচার-বিশ্লেষণ শক্তি প্রবল। তুলা, মেষ, কুম্ভ, ও মিথুন রাশির লোকের সঙ্গে বন্ধুত্ব বা বিবাহ সুখের হয়।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy