বাড়ি তো আপনি করে ফেলেছেন। এখন বাস্তুশাস্ত্রের নির্দেশ অনুযায়ী তাকে তো আপনি ভেঙেচূরে বদলাতে পারবেন না। সে তো প্রায় আবার নতুন এক বাড়ি করার ধাক্কা। কিন্তু তা সত্ত্বেও উপায় আছে। ভাঙচূর না করেও কি করে আপনার বাড়িকে বাস্তুদোষ হীন অথবা সুখী গৃহকোণে রূপান্তরিত করতে পারেন তারও কিছু সরল বাস্তুবিধি আছে।
কেমন ভাবে? আসুন, তা দেখে নেওয়া যাক-
১। নৈঋত কোণ দোষ— নৈঋত কোণের অধিপতি রাহু। গৃহের এই কোণে যদি কোনও দোষ পরিলক্ষিত হয় তবে তা রাহুজনিত কারণে।
রাহুর কারণে অনেক প্রকার রোগ-ব্যাধি হতে পারে, যথা- মনের নিবিষ্টতার অভাব, সংক্রমণ, প্রসূতি রোগ, ভয়, হানি, অনবরত ক্ষতি ইত্যাদি। এই ক্ষেত্রে গৃহ হতে রাহুর দোষ দূর করতে গেলে নৈঋত কোণে একটি গর্ত খুঁড়ে তাতে রাহুর রত্ন গোমেদ চূর্ণ করে প্রোথিত করলে অথবা রাহু যন্ত্র বা মহা মৃত্যুঞ্জয় যন্ত্র প্রতিষ্ঠা করলে কোণ দোষ ও রাহু দোষ নিবারিত হবে।
২। ঋণ বৃদ্ধি সমস্যা— বাস্তুদোষের কারণে অনেক সময় গৃহস্বামীর ঋণ বৃদ্ধির সমস্যা সূচিত হয়। ঋণের পরিমাণ যাতে অত্যধিক বৃদ্ধি না পায় অথবা ঋণমুক্ত হবার জন্য গৃহের ঈশান কোণের জমি ঢালু করুন। যদি পূর্ব থেকেই জমি ঢালু থাকে তাহলে নৈঋত কোণের জমি বেশ কিছুটা উঁচু করুন। এর ফলে আপনি ঋণ সমস্যা থেকে মুক্তি লাভ করবেন।
বাস্তুশাস্ত্রের কোনও জাত নেই। বাস্তু হল স্থাপত্যের কলা ও বিজ্ঞান। বাস্তু যে মানবে ফল তারই। কারণ বাস্তু উপদেষ্টা বিশ্বকর্মা বলেছেন এ শাস্ত্র সকল মানবের কল্যাণের জন্যই সৃষ্টি করা হয়েছে।