বাড়ি তো আপনি করে ফেলেছেন। এখন বাস্তুশাস্ত্রের নির্দেশ অনুযায়ী তাকে তো আপনি ভেঙেচুরে বদলাতে পারবেন না। সে তো প্রায় অসম্ভব। আবার নতুন এক বাড়ি করার ধাক্কা। কিন্তু তা সত্ত্বেও উপায় আছে। ভাঙচুর না করেও কী করে আপনার বাড়িকে বাস্তুদোষহীন অথবা সুখী গৃহকোণে রূপান্তরিত করতে পারেন তারও কিছু সরল বাস্তুবিধি আছে।
কেমন ভাবে? আসুন, তা দেখে নেওয়া যাক:-
১। বাড়িতে নবগ্রহ বাস্তু পিরামিড বা বাস্তুমন্ত্র বা শ্রীযন্ত্রম্ রেখে রোজ দু’বেলা ধূপ-ধূনো দিয়ে পূজো করলে দুর্ভাগ্যকে এড়ানো যায়।
২। ঈশান কোণেও জলভরা বালতিতে সুগন্ধী ফুল ছড়াতে হবে। প্রতিদিন বদল করতে হবে। দাম্পত্য অশান্তি দূর হবে।
৩। বাড়িতে চন্দনের সুগন্ধী ধূপ জ্বালান।সন্ধেবেলা শঙ্খধ্বনি দিন।
বাস্তুশাস্ত্রের কোনও জাত নেই। বাস্তু হল স্থাপত্যের কলা ও বিজ্ঞান। বাস্তু যে মানবে ফল তারই। কারণ বাস্তু উপদেষ্টা বিশ্বকর্মা বলেছেন এ শাস্ত্র সকল মানবের কল্যাণের জন্যই সৃষ্টি করা হয়েছে।