Advertisement
E-Paper

কেমন যাবে জুন ২০১৭

শ্রী জয়দেব

শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০১৭ ০০:০০

মেষ: রাজনীতির কারবারিদের সম্মান বাড়তে পারে। পুরনো কাজ ভাল না লাগায় কাজের ধরন পরিবর্তন। ব্যবসায় ভাল লাভের আশা। সংসারে শান্তি বাড়তে পারে।

বৃষ: প্রেমের জন্য খুব ভাল। ব্যবসায় নতুন বিনিয়োগ করতে পারেন। সংসারে খুব সুখের সময়। বিদেশে যারা পড়াশোনা করেন, তাঁরা ভাল ফল পেতে পারেন।

মিথুন: ভাগ্য উন্নতির সুযোগ। কাজের চাপ প্রচুর বাড়বে। অপ্রিয় সত্য কথা বলার জন্য অশান্তি। জ্বর জাতীয় রোগ বাড়তে পারে। আয় বৃদ্ধি।

কর্কট: জমি কেনায় সমস্যা বাড়তে পারে। তীর্থ ভ্রমণ নিয়ে বাড়িতে আলোচনা। ব্যবসায় লাভ বাড়তে পারে। বয়স্কদের জন্য চিকিত্সার খরচ বাড়বে।

সিংহ: এই সময় থেকেই কিছু শুভ ইঙ্গিত পাবেন। শারীরিক কষ্ট পেতে পারেন। চাকরিস্থলে সঙ্কট বাড়তে পারে। অর্থনৈতিক ব্যাপারে চাপ বাড়বে।

কন্যা: এ মাসটি ভালয় মন্দয় মিশিয়ে। মায়ের জন্য কষ্ট বৃদ্ধি। কাজে বাধা। লটারি থেকে কিছু অর্থ আসতে পারে।

তুলা: প্রিয় জন অপমানিত করতে পারে। অপরের ধন প্রাপ্তি হতে পারে। শত্রুর সঙ্গে আপসের কথা হতে পারে এ মাসে। বিবাহ ব্যাপারে আলোচনা শুরু।

বৃশ্চিক: এই সময় মনে বিষণ্ণতা আসার সম্ভাবনা। কাজে না যাওয়ার ইচ্ছা হলে তা দমন করবেন। ভোগ বিলাস বাড়তে পারে। বিবাহ জীবন সুখের ভিতর দিয়ে যাবে না। বেদ, পুরান ইত্যাদি চর্চা ও সাধুসেবায় আনন্দ।

ধনু: একটু বিবাদের মনোভাব থাকবে। রাস্তা ঘাটে বিপদ আসতে পারে, সাবধান। কোনও প্রিয় বস্তু নষ্ট হবার জন্য মনোকষ্ট বাড়তে পারে। বছরের এই সময় কোনও আর্থিক চাপ আসবে। সঞ্চয়ে বাধা।

মকর: ব্যবসায় লাভের মাত্রা বাড়তে পারে। ফাটকা ব্যবসার জন্য ভাল সময়। সন্তান নিয়ে চিন্তা বাড়তে পারে। কর্ম সূত্রে বিদেশ ভ্রমণের যোগ। প্রিয় জনের সঙ্গে মিলন এ মাসে খরচ বাড়াবে।

কুম্ভ: কিছু দান করবার জন্য মনে আনন্দ বাড়তে পারে। উচ্চশিক্ষায় ভাল সুযোগ মিলতে পারে। নতুন প্রেমের ইঙ্গিত। গুরুজনের শরীর নিয়ে চিন্তা। স্ত্রীর জন্য কোনও বিপদ থেকে উদ্ধার।

মীন: শরীর খারাপের জন্য কাজের ক্ষতি। সন্তানের জন্য কোনও দরকারি কাজের ব্যবস্থা হবে। ব্যবসার দিকে খবর সময়। তবে সঞ্চয় কম হবে।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy