Advertisement
E-Paper

কেমন যাবে মার্চ ২০১৭

শ্রী জয়দেব

শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০১৭ ০০:০০

মেষ: শোক সংক্রান্ত কোনও খবর আসার সম্ভাবনা রয়েছে। প্রিয় মানুষের কাছ থেকে বড় ধরনের আঘাত পেতে পারেন। কর্মস্থলে শুভ খবর পাওয়ার সম্ভাবনা। হিংস্র পশু থেকে সাবধান।

বৃষ: ব্যবসা বাণিজ্যের জন্য ভাল খবর। চাহিদা বাড়বে ব্যবসায়। রাস্তাঘাটের বিপদ থেকে সাবধান। গুরুজনের সঙ্গে মনোমালিন্য মিটে যাবে। বাড়িতে পুজো নিয়ে আলোচনা।

মিথুন: স্ত্রী দূরে থাকায় বিরহ বাড়বে। মাসের যে কোনও সময়ে একটা আঘাতের যোগ আছে। শত্রু-ভয় থাকবে। সন্তানের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারবেন না।

কর্কট: মধ্য ভাগে ব্যবসায়ীক বিবাদে মন খারাপ। বাড়ির কোনও কাজে প্রচুর অর্থ ব্যয়। শরীর নিয়ে চিন্তা বাড়তে পারে। শত্রুর জন্য বাড়তে পারে ভয়।

সিংহ: শারীরিক সমস্যা বাড়তে পারে। কোনও মহিলার প্রতি আসক্তি বাড়তে পারে। কর্মস্থানে সহকর্মীর সঙ্গে বিবাদ। বাড়িতে একাধিক অতিথি আসার সম্ভাবনা। সন্তানের বিষয়ে চিন্তা বাড়বে।

কন্যা: সাধুসঙ্গে থাকায় মনে আনন্দ থাকবে। ব্যবসায় অশান্তি হতে পারে। ভোগবিলাসের জন্য অনেক ব্যয় বৃদ্ধি। বাড়িতে বিবাদ।

তুলা: পুরনো কোনও ক্ষোভ থেকে বিবাদ বাধতে পারে। রোগ ব্যাধির সম্ভাবনা। সামাজিক কোনও কাজে সম্মান বাড়তে পারে। বিদেশের কোনও বন্ধুর খবরে আনন্দ বৃদ্ধি।

বৃশ্চিক: এ মাসে সংসারের চিন্তায় মানসিক চাপ বাড়তে পারে। স্বামী স্ত্রীর অশান্তি বিচ্ছেদ পর্যন্ত যেতে পারে। ব্যবসার জন্য ঋণ গ্রহণ করতে হতে পারে। পুরনো বন্ধুর সাথে পুনর্মিলনে আনন্দ।

ধনু: বিবাহের ব্যাপারে আলোচনা শুরু হতে পারে। প্রেমে হতাশা আসতে পারে। লেখাপড়ার জন্য সুনাম বৃদ্ধি। পিতার সাথে কোনও মতের অমিলের জন্য রাগ। সন্তান চিন্তার কারণ হতে পারে।

মকর: নিজের ক্ষমতার প্রকাশ করতে পারবেন। বিবাহ জীবনে সুখের খবর আসছে। নতুন প্রেমের আনন্দ বৃদ্ধি। গঠনমূলক কাজের চিন্তা। বিদেশে গবেষণার সুযোগ আসতে পারে।

কুম্ভ: সামাজিক কোনও কাজের জন্য সম্মান বাড়বে। শিল্পীদের জন্য খুব ভাল সময়। ব্যবসার জন্যও সময় ভাল। সংসারে কোন বিবাদ অনেক দূর যেতে পারে।

মীন: এ মাসে কর্মস্থানে কোনও বাধার যোগ আছে। অপরের উপকার করে সমাজে সুনাম বাড়তে পারে। বন্ধুদের সঙ্গে আনন্দে কাটতে পারে।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy