Advertisement
২৪ এপ্রিল ২০২৪

রাশি অনুযায়ী রোগের সম্ভাবনা

সনাতন জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী ষষ্ঠ ভাব যে রাশিতে পড়বে সেই রাশি অনুযায়ী অসুখ-বিসুখ হবে। এ বার আলোচনা করা যাক কোন রাশির কী অসুখ হতে পারে

পার্থপ্রতিম আচার্য
শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০১৮ ০০:০০
Share: Save:

সনাতন জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী ষষ্ঠ ভাব যে রাশিতে পড়বে সেই রাশি অনুযায়ী অসুখ-বিসুখ হবে। এ বার আলোচনা করা যাক কোন রাশির কী অসুখ হতে পারে-

মেষ রাশি: মাথা ব্যথা, উচ্চ রক্তচাপ, আধ কপালি, সেরিব্রাল অ্যাটাক, রাতে না ঘুমোনো (ইনসমনিয়া)।

বৃষ রাশি: ডিপথেরিয়া, গলগণ্ড, সার্ভাইক্যাল স্পন্ডিলাইটিস।

মিথুন রাশি: শুকনো কাশি, ব্রঙ্কাইটিস, হাঁপানি, যক্ষ্মা, ফুসফুসের রোগ।

কর্কট রাশি: পেটে ব্যথা, গ্যাসের সমস্যা, হজমের সমস্যা, জন্ডিস, পিত্তাশয়ে পাথর।

সিংহ রাশি: বুকে ব্যথা, হার্টের অসুখ, মেরুদণ্ড বেঁকে যাওয়া, বুক ধড়ফড় করা।

আরও পড়ুন: আপনার কি প্রেম করে বিবাহ হওয়া সম্ভব?

কন্যা রাশি: কৃমি, অপরিপুষ্টতা, টাইফয়েড, কলেরা, অ্যাপেন্ডিসাইটিস, ভিটামিন-বি’র অভাব, অমাশয়, যকৃতের রোগ।

তুলা রাশি: হঠাৎ করে প্রস্রাব বন্ধ হয়ে যাওয়া, জরায়ুর সংক্রমণ, বৃক্কের রোগ, হার্নিয়া।

বৃশ্চিক রাশি: মূত্রাশয়ের রোগ, বিকোলাই, মূত্রনালী বা প্রজনন অঙ্গের অসুখ, প্রস্টেট গ্ল্যান্ডের সমস্যা, মলদ্বার ও বৃহদন্ত্রের রোগ, বৃক্কে পাথর, জরায়ু ও ডিম্বাশয়ের রোগ, যৌন রোগ।

ধনু রাশি: পায়ের হাড়, থাই, ফুসফুসের ব্যাধি, কলার বোন ভেঙে যাওয়া, ধমনী মোটা হয়ে কুঁকড়ে যাওয়া।

মকর রাশি: চর্মরোগ, মালাই চাকি ভেঙে যাওয়া, হজমের রোগ, কুষ্ট, বাতের ব্যথা, রক্তজনিত ব্যাধি।

কুম্ভ রাশি: গোড়ালির ব্যথা, হার্টের অসুখ, চক্ষুরোগ, চর্মরোগ।

মীন রাশি: পায়ের পাতা ও গোড়ালিতে ব্যথা বা ভেঙে যাওয়া, ভুল বকা, অন্ত্রাশয়ের অসুখ, যে কোনও নাশকদ্রব্য জনিত রোগ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Ill Rasshi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE