Advertisement
E-Paper

জ্যোতিষীর উত্তর

পার্থপ্রতিম আচার্য

শেষ আপডেট: ২৯ জুন ২০১৬ ০০:০৩

১। আমার জন্ম বাংলাদেশ। সার্টিফিকেট অনুযায়ী। আমার জন্ম তারিখ ০৭।০২।১৯৮৮। আমার ২ বছরের একটি সন্তান রয়েছে। স্ত্রী কোনও চাকরি করেন না। সেখানে কাজের ভাল সুযোগ রয়েছে। আমি কবে ভিসা পাব? অনুগ্রহ করে জানাবেন।

কাল্পনীক জন্মস্থান ও সময় অনুসারে আপনি বর্তমানে রাহুর দশা ভোগ করছেন। দশা প্রতিকার অবশ্যই করণীয়। আইনগত দিক থেকে কিছু প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। এই অবস্থাতেও আগামী কয়েক মাস পর ভিসা পাওয়ার প্রবল সম্ভাবনা লক্ষ্য করা যায়। তবে আগামীতে আপনি নিজস্ব ব্যবসায় উন্নতি লাভ করতে সক্ষম হবেন। আপনার স্ত্রীর ক্ষেত্র শুভ ফলদায়ক।

২।আমার নাম অভিক হালদার। জন্ম তারিখ ০৬।০৮।১৯৮৮। সময় সকাল ১১টা ৪০ মিনিট। রাশি টরাশ। আমার কেরিয়ার এবং ‘লাভ লাইফ’ কেমন যাবে?

আপনি একজন ব্যবসায়ী। সরকারের জন্য কাজ করায় আপনি আনন্দ উপভোগ করবেন বা বৃহৎ প্রতিষ্ঠানের কাজেও আনন্দলাভ করবেন। আপনি রাজনৈতিক ক্ষেত্রে বা ধার্মিয় ক্ষেত্রে অন্যদের উপর বিপুল প্রভাব বিস্তার করবেন। কেন না জনসাধারণকে বোঝানোর ক্ষমতা আপনার আছে। আপনি বর্তমানে রাহুর দশা ভোগ করছেন। দশা প্রতিকার করণীয়। তবে আগামী ২০১৭ সালের পর থেকে আপনার জীবনে সৌভাগ্যের অবস্থান লক্ষ্য করা যায়। আপনি সময় বিশেষে একগুঁয়ে প্রকৃতির। জীবনের প্রতি আপনার প্রেম থাকবে।আপনি আরাম ও বিলাসে আগ্রহী। তবে নতুন সর্ম্পক স্থাপনের ক্ষেত্রে সর্তকতা প্রয়োজন। কেন না আপনার সম্মানহানি হতে পারে।

৩। আামি প্রতীক বিশ্বাস। জন্ম ০৫।০১।১৯৮৩। হাবড়ায়। বিকেল ৩টে ৪০ মিনিটে। ৩০।০৭।১৫ তারিখ আমার রেজিস্ট্রশন হয়। কিন্তু এখন মেয়ের বাড়ি থেকে বিয়ে দেবে না বলছে। আমি জানতে চাই আমর বিয়ে কবে হবে? বিবাহিত জীবন কেমন হবে? এই মহিলার সঙ্গেই হবে না কি ডির্ভোস হয়ে যাবে? আমি খুব টেনশনে রয়েছি। দয়া করে সাহায্য করুন আমাকে।

আসলে আপনার ক্ষেত্রে অর্থ বা উন্নতি দুই-ই প্রথম দিকে সুস্থির ভাবে থাকে না। সাফল্যের ঠিক পরেই ব্যর্থতা বা দুঃখ আসতে পারে। আপনার সদিচ্ছা থাকলেও সুকৌশল প্রকাশ ভঙ্গির অভাব থাকতে পারে। যে কাজ আপনার উপযুক্ত নয় তা পরিত্যাগ করাই বাঞ্ছণীয়। আপনার স্বভাবের কিছু পরিবর্তন করতে হবে। আপনি বর্তমানে রাহুর দশার শেষ পর্যায় ভোগ করছে্ন এবং আপনার মঙ্গলের দোষ বিদ্যমান। এর প্রতিকার অবশ্যই করণীয়। আগামীতে আপনার নির্বাচিত পাত্রীর সঙ্গে বিবাহ সম্পন্ন হবে। ২০১৭ সালের মধ্যে বিবাহ সম্পন্ন হওয়ার যোগ লক্ষ্যনীয়। তবে ইচ্ছুক সঙ্গিণীর বিশ্বস্ততা সম্পর্কে নিঃসন্দেহ হতে না পারলে প্রণয় সংক্রান্ত ব্যাপারে জড়িয়ে পড়ার থেকে সাবধান হতে হবে। তা সত্বেও স্ত্রী কিংবা পুত্রদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কিছু সমস্যা থাকবে।

৪। আমার জন্ম তারিখ ২৯ জুন, ১৯৮৭। আমি চাকরি বদল করে অন্য চাকরি করতে চাই। আমি কী করব জানাবেন।

আপনি জীবনের প্রথমার্ধ অপেক্ষা দ্বিতীয়ার্দ্ধে অধিক সৌভাগ্যবান হবেন। এই সময়ে আপনার চাকরি বদল করা উচিত হবে না। ২০১৯ সালের পর আপনার জীবনে আরও সৌভাগ্যজনক কর্মলাভের সম্ভাবনা লক্ষ্যণীয়। তবে আগামীতে আপনাকে খুবই সতর্কতার সঙ্গে চলতে হবে। শক্তিশালী শত্রুর সন্মুখীণ হওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy