Advertisement
১০ জুন ২০২৪

জ্যোতিষীর উত্তর

পার্থপ্রতিম আচার্য
শেষ আপডেট: ১৬ জুলাই ২০১৬ ০০:৫৩
Share: Save:

১।আমার জন্ম ১ অগষ্ট, ১৯৮৭। সকাল ১১ টা ২৪ মিনিট। জন্মস্থান জামশেদপুর। বর্তমানে পূর্ব মেদিনীপুরে থাকি। আমার স্ত্রীর জন্ম ২ জানুয়ারি, ১৯৯৫। বেলা ১২ টা ২৬ মিনিট। তাঁর জন্ম তমলুকে। ৬ মাস আগে আমাদের বিয়ে হয়েছে। আমাদের রাশি এবং লগ্ন কী? আমার কর্মজীবন কেমন কাটবে? দাম্পত্য জীবন সুখী হবে?

উত্তরঃ- আপনার জন্মরাশি- কন্যা, লগ্ন- তুলা এবং আপনার স্ত্রীর জন্মরাশি- ধনু, লগ্ন- মেষ। রবিরাশি- সিংহ ও মকর। আপনাদের বিবাহিত জীবনে ভাল রকম সামঞ্জস্য নিশ্চিত। প্রত্যাশাপূর্ণ যুগলের মধ্যে বিবাহ অনুমোদিত হয়েছে। উভয়েই মাঙ্গলিক দোষ থেকে মুক্ত। কর্মে পরিবর্তন সহ উন্নতি লাভ। গৃহের উন্নতি ও সংস্কার যোগ।ঐকান্তিক চেষ্টা, কঠোর পরিশ্রম, নিজের প্রতি বিশ্বাসের কারণে কর্ম জীবনে সাফল্য আসবে। হঠকারী সিদ্ধান্তে ক্ষতির সম্ভাবনা। গনপতির পূজা করুন। কর্মের উন্নতির জন্য সবুজ বর্ণ ব্যবহার করুন।

২। আমার জন্ম ২২. ০৯. ১৯৮৫। বিকেল ৪ টে থেকে সাড়ে ৪ টের মধ্যে হাওড়ায় জন্ম। ২০১২ সালে আমার বিয়ে হয়। আমার বিবাহিত জীবন, সন্তান, চাকরি সব কিছু নিয়ে জানতে চাই।

উত্তরঃ- বর্তমানে আপনি মঙ্গলের দশা ভোগ করছেন। দশা প্রতিকার অবশ্যই করনীয়। সঙ্গে শনির সাড়েসাতি আপনার বহুদিন চলবে। আপনি দক্ষিণা কালীর পূজা ও হনুমান চল্লিশা পাঠ করুন। আপনার বিবাহিত জীবনের সুখ ও শান্তি আপনার উপর অনেকটাই নির্ভর করছে। বাইরের মানুষজনের প্রতি আপনার আগ্রহ বেশি। বিবাহের বাইরের প্রলোভনের সন্মুখীন আপনি হতে পারেন। সুতরাং সুখী বিবাহিত জীবন পেতে বিলম্ব হতে পারে। অস্বাভাবিক পরিস্থিতির মধ্যে আপনার বিবাহ সম্পন্ন হয়েছে। যাই হোক, স্ত্রীর যত্নে, ভালোবাসায় সুখ মিলবে। পরবর্তী কালে আপনার বিবাহিত জীবন সুখের হবে। যদি অস্বাচ্ছন্দ্য বোধ করেন তৎক্ষণাৎ ডাক্তারের পরামর্শ নেবেন। সন্তানের ক্ষেত্রে কিছু অন্তরায় লক্ষ্যণীয়। কর্মক্ষেত্রে আপনার কোন বড় সংস্থা বা সরকারি কোনও দপ্তরে যুক্ত থাকা নির্দেশ করে। আপনার মাতা-পিতার কাছ থেকে যথেষ্ট সম্পত্তি প্রাপ্ত হবেন এবং জীবনসঙ্গীও উত্তরাধিকার আনয়ন করবে। পরিবারের সঙ্গে মত-পার্থক্যের দরুণ আগামীতে আপনাকে কোনও দূরবর্তী স্থানে গিয়ে দীর্ঘকাল বসবাস করতে হতে পারে। ঈশ্বর আপনার মঙ্গল করুন।

৩। আমার ছেলের নাম স্নেহাঙ্ক বসু। ৩১.০৫.২০০০ সালে দূর্গাপুরে তার জন্ম। সকাল ৬ টা ১৫ মিনিটে। তার পড়াশোনায় মনোযোগ খুব কম। কী ভাবে মনোযোগ আসবে?

উত্তরঃ- আপনার ছেলেকে নিয়ে আপনি অহেতুক চিন্তা করছেন। আগামীতে আপনার ছেলে বিদ্যায় মনোযোগী অবশ্যই হবে। জন্মকুণ্ডলী সেটাই নির্দেশ করে। জন্মকুণ্ডলীতে স্বগৃহে ও কেন্দ্রস্থানগত বুধ। আগামীতে আপনার ছেলে মর্যাদাসম্পন্ন ব্যক্তিতে পরিণত হবে। যথেষ্ঠ শিক্ষা লাভ করবে। আপনার ছেলেকে শারীরিক ও মানসিক চাপ দেবেন না। চেয়ার টেবিলে দক্ষিণ দিকে মুখ করে পড়তে বসান। আপনার ছেলের পক্ষে লাল বর্ণ শুভ। প্রতিদিন সূর্য প্রণাম করান।

৪। আমি আমার রাশি, নক্ষত্র, গন জানতে চাই। জন্ম রাত ৯ টায়। জন্ম তারিখ ৩ ফেব্রুয়ারি ১৯৮৩। কোচবিহারে। আমার বাবা-মার শরীর কেমন যাবে? আমার শরীর কেমন যাবে? টাকা-পয়সা কেমন হবে?

উত্তরঃ- আপনার জন্মরাশি তুলা, নক্ষত্র-স্বাতী, গন- দেব। বর্তমানে আপনি বৃহস্পতির দশায় রাহুর অন্তদশা ভোগ করছেন। সঙ্গে শনির সাড়েসাতির শেষ অধ্যায় চলার দরুণ সব বিষয়ে অত্যন্ত সাবধান থাকা প্রয়োজন। আপনার বাবা-মা সহ আপনার শারীরিক অবস্থার অবনতি হতে পারে। প্রয়োজনে উপযুক্ত চিকিৎসার প্রয়োজন হতে পারে। দীর্ঘস্থায়ী সমাধানের জন্য হালকা নীল বর্ণ বেশি ব্যবহার করুন। তবে চিকিৎসা বাদ দিয়ে অবশ্যই নয়। আর্থিক বাধার মধ্যেও প্রাপ্তি যোগ প্রবল। বহুদিনের মনের ইচ্ছা পূরণ হতে পারে। দক্ষিণাকালীর পূজা করুন ও শনিবার নিরামিষ আহার করুন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE