Advertisement
১১ জুন ২০২৪

জ্যোতিষীর উত্তর

পার্থপ্রতিম আচার্য
জ্যোতিষাচার্য, হস্তরেখাবিদ, তন্ত্র জ্যোতিষ, বাস্তুবিশারদ শেষ আপডেট: ১৭ জুলাই ২০১৬ ০০:১১
Share: Save:

১। আমি গিটার বাদক। তবে জীবনে এখনও প্রতিষ্ঠিত হতে পারিনি। আমার জন্য ভাল কিছু অপেক্ষা করছে কি? আমার বিবাহিত জীবন কেমন যাবে? আমার জন্ম ২০।১২।১৯৮৩। জন্ম কোচবিহার।

জন্ম সময়টি গুরুত্বপূর্ণ। কাল্পনিক জন্ম সময় অনুসারে আপনি বর্তমানে শনির দশা ভোগ করছেন। আপনি অন্তদর্শী, শিল্পীসুলভ, কৌতুহলী এবং আবিষ্কারক হবেন। শিল্পকলা সম্পর্কিত কাজ কর্মে আগামীতে আপনি অবশ্যই সাফল্য অর্জন করতে পারবেন। বিবাহের ক্ষেত্রে ভেবে চিন্তে কাজ করতে হবে। আপনার জন্মকুণ্ডলীতে লগ্নপতি ও সপ্তমপতি অষ্টকোণ দৃষ্টি রয়েছে। আপনাদের মধ্যে কিছুটা অসামঞ্জস্য থাকতে পারে। পরবর্তীকালে একটু বেশি কুটনীতি প্রয়োগ করতে পারলে তা আপনাদের সর্ম্পকের মধ্যে খানিকটা উষ্ণতা এনে দেবে।

২। আমার নাম সুরজ দাস। জন্ম ২১ এপ্রিল ১৯৯৪ সালে বিকেল ৩টে ১৩ মিনিটে। জন্মস্থান কলকাতা। বর্তমানে কর্মসূত্রে শিলঙে রয়েছি। কবে নতুন চাকরি পাব জানাবেন।

বর্তমানে আপনার পদোন্নতি যোগ রয়েছে। আগামী ২০১৮ সালের জুন মাসের পর বৃহৎ কোনও সংস্থায় চাকরি লাভের সম্ভাবনা লক্ষ্যণীয়। আপনি এ বিষয়ে সৌভাগ্যবান হবেন যে জীবনের তিন ভাগের মধ্যে শেষ ভাগই হবে সর্বশ্রেষ্ট।

৩। আমি আমার স্বামী আর চাকরি সম্বন্ধে জানতে চাই। বর্তমানে তিনি কিছু সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছন। তাঁর নাম প্রশান্ত চক্রবর্তী। গৌতম গোত্র। জন্ম ১০।১১।১৯৬৪। সময় বিকেল ৪টে। জন্মস্থান কোচবিহার। আমার জন্ম ২৯।০৩।৭২। জন্মস্থান বর্ধমানের মন্তেশ্বরে।

প্রথমত আপনারা সামঞ্জস্য ভাবে জীবনযাপন করুন। এবং পরস্পরকে জীবনে উন্নতি করতে সহায়তা করবেন। আপনার স্বামী বৃহস্পতির দশায় মঙ্গলের অন্তদশা ভোগ করছেন। হঠাৎ করে চাকরিতে বদলি হতে পারেন। তবে স্বাস্থ্য ভালো যাবে না। নানা কারণে খরচ বৃদ্ধির সম্ভাবনা। বুদ্ধির দোষে ভাল সুযোগ হাতছাড়া হতে পারে। আপনার স্বামীর প্রতিদিন হনুমান চল্লিশা পাঠ ও শনিবার নিরামিষ আহার করণীয়। আপনি বিভিন্ন সূত্র থেকে উপার্জন করবেন। কিন্তু মানসিক শান্তি যা কিনা আপনার কাছে খুবই মুল্যবান তা নাও পেতে পারেন।

৪। আমার ছেলের নাম চিরন্তন গায়েন। জন্ম ১২।০৩।২০০৮। বেলা ১টা ২৬মিনিটে। বর্ধমানে। তাঁর পড়াশোনা। চাকরি নিয়ে জানাবেন।

আপনার ছেলে বর্তমানে চন্দ্রের দশায় বৃহস্পতির অন্তদশা ভোগ করছেন। দশা প্রতিকার করণীয়। আপনার ছেলের শিক্ষাক্ষেত্রে অসাধারণ প্রগতির পক্ষে সৌভাগ্যপ্রদ সমন্ময়। প্রখর বুদ্ধি এবং ধারনশীল মেধা থাকবে। সমস্যা সমাধান করতে পারদর্শী হবে। এবং উন্নততর কর্ম পদ্ধতি নির্ধারণ করতে পারবেন। তবে আগামীতে কিছু সময়ের জন্য পড়াশোনায় অমনোযোগী হয়ে পড়তে পারে। উক্ত সময়ে নীল সরস্বতী কবজ ধারণ করা উচিত। আগামীতে আপনার ছেলের সরকারি চাকরি লাভের সম্ভাবনা নির্দেশ করে। শিক্ষা সংক্রান্ত কার্য-কলাপে সঙ্গে জড়িত থাকতে পারে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE