Advertisement
E-Paper

অ্যাঞ্জেল নম্বর এবং আমাদের জীবনে তাদের ভূমিকা

প্রথমেই বলে নেওয়া ভাল যে, অ্যাঞ্জেল নম্বর অসীম। যে কোনও সংখ্যাই পর পর সাজিয়ে এই নম্বর পাওয়া যায়।

অসীম সরকার

শেষ আপডেট: ১৯ মার্চ ২০১৯ ০০:০০
Share
Save

প্রথমেই বলে নেওয়া ভাল যে, অ্যাঞ্জেল নম্বর অসীম। যে কোনও সংখ্যাই পর পর সাজিয়ে এই নম্বর পাওয়া যায়। যেমন, ০০, ১১, ২২, ৩৩, ৪৪, ৫৫, ৬৬, ৭৭, ৮৮, ৯৯, ১১১, ২২২, ৩৩৩, ৪৪৪, ৯৯৯ ইত্যাদি। এই ধরনের সংখ্যা আমাদের জীবনে এসে অনেক কিছু ইঙ্গিত দেয়।

অ্যাঞ্জেল শব্দের অর্থ দেবতা হলেও মিস্টিক ওয়ার্ল্ডে এরা পুরুষ বা স্ত্রী কোনওটাই নয়। অ্যাঞ্জেলরা সব সময়েই আমাদের উপকার করে। এরা আসলে স্বর্গীয় সত্ত্বা। এদের শরীর জ্যোতি দিয়ে তৈরি। এরা প্রত্যেকেই উজ্জ্বল আলোর মতো। দিব্য নিয়মে এরা আমাদের সঙ্গে আমাদের প্রয়োজনে বা তাদের নিজেদের প্রয়োজনে যোগাযোগ করে থাকে। তবে আমরা ইচ্ছা করলেই তাদের সঙ্গে যোগাযোগ করতে পারি না। স্বপ্নে বা ধ্যানের মাধ্যমে এদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব।

সাধারণত দুই ধরনের অ্যাঞ্জেলের সঙ্গে আমরা পরিচিত, আর্চ অ্যাঞ্জেল আর গার্ডিয়ান অ্যাঞ্জেল। এরা আমাদের সাহায্য করতে সব সময়ই তৈরি। শুধু মন থেকে ডাকতে হবে। আমাদের অনেক যোগী পুরুষের সঙ্গে অনেক সময় অ্যাঞ্জেলদের ভাল রকম যোগাযোগ ছিল।

অ্যাঞ্জেলরা রহস্যজনক ভাবে আমাদের সঙ্গে যোগাযোগ করে। যেমন, রাস্তায় বেরিয়ে কোনও গাড়ির নম্বর প্লেট, ঘরির টাইম, দোকানের রসিদ, ট্রেনের নম্বর, ফোন নম্বর, লাইসেন্স প্লেটের নম্বর, ইত্যাদির সাহায্যে তারা অনেক বিপদ থেকে রক্ষা করে থাকে। আসন্ন ভবিষ্যতের শুভ বা অশুভ জানিয়ে থাকে। যাঁদের জন্ম ইংরেজি মাসের ১১ বা ২২ তারিখ, নিশ্চিত ভাবে জেনে নিন, এই সব জাতক/জাতিকারা অ্যাঞ্জেলিক নম্বরের অধীনে জন্মেছেন। এঁদের সঙ্গে উপরের জগতের কোথাও একটা যোগাযোগ রয়েছে। আবার, যাঁদের নামের যোগফল ১১, ২২, ৩৩, ৪৪, ৫৫, ৬৬, ৭৭, ৮৮, ৯৯, ১১১, ২২২, এই সব জাতক/জাতিকা অ্যাঞ্জেলিক নম্বরের অধীনে জন্মেছেন। কারও বাড়ির নম্বর ১১, ২২, ৮৮, ৬৬, ৯৯৯, ৫৫৫ ইত্যাদি হলে, এই সব বাড়িগুলি অ্যাঞ্জেলিক নম্বরের অধীন। আর পাঁচটা বাড়ির থেকে এই বাড়িগুলি কোনও না কোনও দিক থেকে আলাদা।

অসংখ্য অ্যাঞ্জেল নম্বর প্রতি মুহূর্তে আমাদের জীবনে এসে উপস্থিত হয়। দেখে নেওয়া যাক এ রকমই কিছু অ্যাঞ্জেলিক নম্বরের তাৎপর্য:

১১: এই সংখ্যা যখন আমাদের সামনে আসে, তখন বুঝতে হবে উপরের জগতের সঙ্গে যোগাযোগের সময় হয়েছে। এতে বোঝায় আধ্যাত্মিক পথে আলোকিত যাত্রা। ১১ যাঁদের জন্মতারিখ, তাঁদের মধ্যে সাইকিক ভাব যথেষ্ট থাকে। এই সংখ্যাকে মাস্টার বিল্ডার বলে।

২২: এই সংখ্যাও উপরের জগতের সঙ্গে যোগাযোগ বোঝায়। এই সংখ্যা বলে, নিজের শক্তির উপর ভরসা রেখে এগিয়ে চলো। এই সংখ্যাকেও মাস্টার বিল্ডার বলা হয়।

৩৩: উপরের জগত থেকে নির্দেশ দেওয়া হচ্ছে, সব ঠিক আছে তুমি এগিয়ে যাও।

৪৪: এই সংখ্যার মাধ্যমে অ্যাঞ্জেলরা বলতে চায়, আমরা তোমাকে ঘিরে রেখেছি, তোমাকে সমর্থন করছি। তুমি বহুকাল ধরে আমাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে চলেছ। তুমি সাহায্য পাবে।

৫৫: তোমার অ্যাঞ্জেল তোমাকে নির্দেশ দিচ্ছে অক্টোপাসের মতো যত বন্ধন আছে, তার নাগপাশ থেকে বেরিয়ে নতুনের দিকে অগ্রসর হও।

৬৬: তুমি যে ভাবনা ও সংকল্প ধরে লক্ষ্যে এগিয়ে চলেছ, সেটা ধরেই চলো, তোমার সঙ্গে অ্যাঞ্জেলরা আছে।

৭৭: সংকল্প ঠিক রেখে, আন্তরিক ভাবে, তুমি যে কঠোর পরিশ্রম করে এগিয়ে গিয়ে কাজ করে চলেছ, তার জন্য খুব শীঘ্রই তোমাকে পুরস্কৃত করা হবে।

৮৮: অতীত কর্ম ও প্রচেষ্টার জন্য তোমাকে পুরস্কৃত করা হবে। তুমি তোমার কর্ম যে ভাবে করে চলেছ, ঠিক সেই ভাবেই করে চল।

৯৯: এই অ্যাঞ্জেলিক নম্বরের মাধ্যমে উৎসাহ দেওয়া হয়। আরও বলা হচ্ছে, তোমার হৃদয়ের ইচ্ছানুসারে এগিয়ে যাও।

১১১: এই অ্যাঞ্জেলিক নম্বরের অর্থ, ভালবাসা।

২২২: এই অ্যাঞ্জেলিক নম্বরের অর্থ শান্তি।

৩৩৩: এই অ্যাঞ্জেলিক নম্বরের অর্থ উন্নতি।

৪৪৪: এই অ্যাঞ্জেলিক নম্বরের অর্থ আশা।

৫৫৫: এই অ্যাঞ্জেলিক নম্বরের অর্থ আকাঙ্খা।

৬৬৬: সম্পর্কের অবনমন বা সম্পর্কের কাঠিন্য।

৭৭৭: ভগবান বা দিব্য।

৮৮৮: ইনফিনিটি বা অসীম।

৯৯৯: পরিবার।

০০০: নতুন কোনও শুরু।

০০০০: সত্য বা দিব্য সত্য।

আরও পড়ুন: স্বাধিষ্ঠান চক্র ব্লক থাকলে জীবনে কী প্রভাব পড়ে

১১১১: আবিষ্কার।

২২২২: তুমি তোমার পথ খুঁজে নাও।

৩৩৩৩: তুমি নিজেকে যা ভাবো তার থেকে তুমি অনেক বড়।

৪৪৪৪: ধ্যান কর, আর এগিয়ে যাও।

৫৫৫৫: নতুন অনেক বন্ধু লাভ বোঝায়।

৬৬৬৬: নিজেকে আরও বেশি শিক্ষিত কর।

৭৭৭৭: দিব্যশক্তি দ্বারা তুমি পরিচালিত।

৮৮৮৮: তোমাকে ভগবান তাঁর মতো করে গড়ে তুলেছেন। তিনি তোমাকে সুখী দেখতে চান।

৯৯৯৯: তোমাকে শীঘ্রই পুরস্কৃত করা হবে।

Angel Number Life Rashi

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

এটি একটি প্রিন্ট আর্টিক্‌ল…

  • এমন অনেক খবরই এখন আপনার হাতের মুঠোয়

  • সঙ্গে রোজ পান আনন্দবাজার পত্রিকার নতুন ই-পেপার পড়ার সুযোগ

  • ই-পেপারের খবর এখন শুধুই ছবিতে নয়, টেক্সটেও

প্ল্যান সিলেক্ট করুন

মেয়াদ শেষে আপনার সাবস্ক্রিপশন আপনাআপনি রিনিউ হয়ে যাবে

মেয়াদ শেষে নতুন দামে আপনাকে নতুন করে গ্রাহক হতে হবে

Best Value
এক বছরে

৫১৪৮

১৯৯৯

এক বছর পূর্ণ হওয়ার পর আপনাকে আবার সাবস্ক্রিপশন কিনতে হবে। শর্তাবলী প্রযোজ্য।
*মান্থলি প্ল্যান সাপেক্ষে
এক মাসে

৪২৯

১৬৯

এক মাস পূর্ণ হওয়ার পর আপনাকে আবার সাবস্ক্রিপশন কিনতে হবে। শর্তাবলী প্রযোজ্য।