Advertisement
০৪ মে ২০২৪
National News

নওয়াজ শরিফকে জুতোর মালা পরালে ২০ লক্ষ টাকা পুরস্কার, ঘোষণা মুসলিম ধর্মগুরুর

আজান নিয়ে মন্তব্য করায় সোনু নিগমের বিরুদ্ধে ফতোয়া জারি করেছিলেন তিনি। তা নিয়ে জলঘোলাও কম হয়নি। সেই বিতর্কের এক মাস কাটতে না কাটতে ফের শিরোনামে কলকাতার মুসলিম ধর্মগুরু সৈয়দ শাহ আতেফ আলি আল কাদরি এবং তাঁর বিতর্কিত ফতোয়া।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২১ মে ২০১৭ ১১:১২
Share: Save:

আজান নিয়ে মন্তব্য করায় সোনু নিগমের বিরুদ্ধে ফতোয়া জারি করেছিলেন তিনি। তা নিয়ে জলঘোলাও কম হয়নি। সেই বিতর্কের এক মাস কাটতে না কাটতে ফের শিরোনামে কলকাতার মুসলিম ধর্মগুরু সৈয়দ শাহ আতেফ আলি আল কাদরি এবং তাঁর বিতর্কিত ফতোয়া। আর এ বারে তাঁর ফতোয়ার নিশানা পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। শনিবার কাদরি ঘোষণা করেছেন, কুলভূষণ যাদবের জুতোর মালা তৈরি করে পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের গলায় পরিয়ে ভারতে হাঁটাতে পারলে ২০ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। আর এর জন্য কোনও নির্দিষ্ট সময়সীমা নেই।

আরও পড়ুন: আধুনিক অস্ত্র বানাবে বেসরকারি সংস্থাও

কাদরি বলেন, “পাকিস্তান নিজেকে ইসলাম দেশ হিসাবে ঘোষণা করলেও সন্ত্রাস ও সন্ত্রাসবাদীদের আশ্রয় দিচ্ছে।” তাঁর প্রশ্ন, কোরানে কোথাও কি লেখা আছে ‘সন্ত্রাস ছড়ানো’র কথা? পাকিস্তান সেই কাজটাই করে চলেছে বলে অভিযোগ তাঁর। কাদরি আরও জানান, এক জন প্রধানমন্ত্রী হিসাবে শরিফ সন্ত্রাসবাদ দমনে পুরোপুরি ব্যর্থ। ‘তুচ্ছ’ একটা কারণে কুলভূষণ যাদবকে পাকিস্তান মৃত্যুদণ্ড দিয়েছে বলেও মনে করেন তিনি।

মাসখানেক আগেই আজান নিয়ে মন্তব্য করায় এই কাদরিই সোনু নিগমের বিরুদ্ধে ফতোয়া জারি করে বলেছিলেন যে সোনুর মাথা মুণ্ডন করতে পারবেন তাঁকে ১০ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Syed Sha Atef Ali al Quaderi Nawaz Sharif
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE