এ যেন বাস্তবের ‘নায়ক’। পুলিশ কমিশনার হওয়ার ইচ্ছা। আর ইচ্ছা পূরণ। তবে অনিল কপূরের মতো কোনও পরিপূর্ণ সাবালক নয়। মাত্র ৮ বছরের এক নাবালক!
এক দিনের জন্য হায়দরাবাদ পুলিশের সর্বোচ্চ পদে বসল সে। থ্যালাসেমিয়ায় আক্রান্ত মদিপল্লি রূপ অরৌওনা।
রূপ দীর্ঘ দিন ধরে থ্যালাসেমিয়ায় আক্রান্ত। বড় হয়ে তার ইচ্ছা পুলিশ কমিশনার হওয়ায়। কিন্তু কত দিন বাঁচবে জানা নেই। শরীরে তেমন জোরও নেই। বেশির ভাগ সময়টাই বিছানায় শুয়ে কাটাতে হয়। ২০-২৫ দিন অন্তর ব্লাড ট্রান্সফিউশন করাতে হয় তাকে। শরীরের সমস্ত রক্ত বের করে নতুন রক্ত দিতে হয়। একরত্তি এই ছেলেটার ইচ্ছার কথা জেনে আর স্থির থাকতে পারেননি হায়দরাবাদ পুলিশের কর্তারাও। তখনই ঠিক হয় তাকে এই পদে বসানো হবে। হলও তাই। হুবহু কমিশনারের পোশাকে চেয়ারে বসল রূপ। শুধু কমিশনার সাজলই না। রীতিমতো কমিশনারের দেমাগে কাজও করল। কী কাজ করল রূপ?
দফতরের সমস্ত কর্মীদের বিচারাধীন ছুটি মঞ্জুর করেছে সে। তবে ইচ্ছা আরও অনেক কিছুই ছিল। রূপ বলল, ‘‘শহরের শান্তি শৃঙ্খলা বজায় রেখে অপরাধের প্রবণতা কমাতে চাই।’’ এক দিনের কমিশনারের তা আর সম্ভব হল না।
আরও খবর পড়ুন: