Advertisement
২০ এপ্রিল ২০২৪
National News

জাতীয় পতাকার বদলে সবুজ গামছা উড়িয়ে ধৃত ৯

ধৃত ফয়েজ উদ্দিন, আলি হোসেনরা জানাচ্ছে, স্রেফ মজা করছিল তারা।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
শিলচর শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০২০ ০২:৪১
Share: Save:

জাতীয় পতাকার বদলে প্রজাতন্ত্র দিবসে সবুজ পতাকা তুলল কিছু যুবক। দিল রাষ্ট্রবিরোধী স্লোগান। অসমে কাছাড় জেলার বুধুরাইলের ঘটনা। স্থানীয় বাসিন্দারা থানায় খবর দিলে পুলিশ ৯ যুবককে গ্রেফতার করে। এরা কেউ ওই এলাকার স্থায়ী বাসিন্দা নয়। বুধুরাইলের এক অ্যালুমিনিয়ামের বাসন তৈরির কারখানায় কাজ করে। থাকে ওই এলাকারই এক ভাড়াঘরে। পুলিশ জানিয়েছে, সবুজ গামছাকে পতাকা বানিয়ে তুলেছিল এরা। জিজ্ঞাসাবাদ চলছে। জানার চেষ্টা হচ্ছে, কী উদ্দেশ্যে তারা এই কাজ করেছে, বিশেষ কোনও সংগঠনের সদস্য কি না, কোনও জঙ্গিযোগ রয়েছে কি না।

ধৃত ফয়েজ উদ্দিন, আলি হোসেনরা জানাচ্ছে, স্রেফ মজা করছিল তারা। সব দিকে পতাকা তোলা হচ্ছিল দেখে এক জন বলে, চল পতাকা তুলি। কাছেই ছিল কার একটা সবুজ গামছা। ওটাই বাঁশে বেঁধে দেয়। পুলিশ অবশ্য একে এত সহজ ব্যাপার মনে করছে না। কারণ, মজাই যদি হবে তবে এই যুবকেরা রাষ্ট্রবিরোধী স্লোগান দিচ্ছিল কেন? স্থানীয় বাসিন্দারাও বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখার অনুরোধ জানিয়েছেন পুলিশ–প্রশাসনের কাছে।

আরও পড়ুন: শাহিনবাগ আন্দোলনের মুখ সারজিলের বিহারের বাড়িতে পুলিশি হানা

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Crime Cases National Flag Assam
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE