Advertisement
২৪ এপ্রিল ২০২৪

বন্ধুর হাতে বন্ধু খুন ধলাইয়ে

দু’জনে ছিল হরিহর আত্মা। কালও এক সঙ্গে রাতের খাবার খেয়েছে, একঘরে ঘুমিয়েছে। ঘুমের মধ্যেই বন্ধুর হাতে নিহত হলেন ধলাই থানার শ্যামাচরণপুরের আজিজুর রহমান লস্কর। দায়ের কোপে জখম হয়েছেন তাঁর স্ত্রী শাহানাজ বেগমও। তিনি এখন শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি। পুলিশ ঘাতক নূরউদ্দিন লস্করকে গ্রেফতার করেছে।

নিজস্ব সংবাদদাতা
শিলচর শেষ আপডেট: ১২ মে ২০১৫ ০২:৪৯
Share: Save:

দু’জনে ছিল হরিহর আত্মা। কালও এক সঙ্গে রাতের খাবার খেয়েছে, একঘরে ঘুমিয়েছে। ঘুমের মধ্যেই বন্ধুর হাতে নিহত হলেন ধলাই থানার শ্যামাচরণপুরের আজিজুর রহমান লস্কর। দায়ের কোপে জখম হয়েছেন তাঁর স্ত্রী শাহানাজ বেগমও। তিনি এখন শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি। পুলিশ ঘাতক নূরউদ্দিন লস্করকে গ্রেফতার করেছে।

পুলিশ জানিয়েছে, আজিজুরের ঘরেই খাওয়াদাওয়া সেরে ঘুমিয়ে পড়েছিল বড় নারায়ণপুরের নূরউদ্দিন। এমনটা প্রায়ই হয়। কাছাড় জেলায় ধলাইয়ে নানা অপরাধমূলক ঘটনায় তারা দু’জনেই জড়িত। ২০১১ সালে নূর একবার জেলও খাটে। আজিজুরের নামেও বেশকিছু মামলা ঝুলছে। শাহানাজের কথায়, তাঁরা স্বামী-স্ত্রী এক বিছানায় ঘুমিয়েছিলেন। পাশের বিছানায় নূরউদ্দিন। রাত বারোটা নাগাদ আচমকা নূরউদ্দিন আজিজুরের ওপর ঝাঁপিয়ে পড়ে। পরপর কয়েকটি কোপ বসায়। জখম হন শাহানাজও। ঘটনাস্থলেই আজিজুরের মৃত্যু হয়।

রাতেই ধলাই থানার পুলিশ নূরউদ্দিনকে বাড়ি থেকে গ্রেফতার করে। তবে যে অস্ত্রে সে বন্ধুকে কুপিয়েছে সেটি পাওয়া যায়নি। যদিও ঘর থেকে একটি দেশি বন্দুক ও কুঠার পাওয়া গিয়েছে। পুলিশ জানায়, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বন্ধুকে কেন খুন করল, সে নিয়ে এখনও মুখ খোলেনি নূরউদ্দিন। তার এক কথা, ‘‘আমি খুন করিনি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE