Advertisement
E-Paper

যৌন হেনস্থা ও ভিডিয়ো করে ব্ল্যাকমেলের অভিযোগ বৃন্দাবনের আশ্রমের মোহন্তের বিরুদ্ধে! থানায় যুবক

যুবকের বয়ান অনুযায়ী, ঘটনার পর থেকে মানসিক অবসাদে ভুগতে শুরু করেন তিনি। বার বার আশ্রম ছেড়ে বেরিয়ে যেতে চেয়েও পারেননি। তবে শেষ পর্যন্ত সকলের নজর এড়িয়ে এক দিন আশ্রম থেকে পালিয়ে বাড়ি চলে যান অভিযোগকারী।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩১ অগস্ট ২০২৫ ১৪:১১
A man from Madhya Pradesh has accused the head priest of an ashram in Vrindavan of harassing him, Police started enquiry

যৌন হেনস্থার অভিযোগ বৃন্দাবনের আশ্রমের মোহন্তের বিরুদ্ধে! —প্রতিনিধিত্বমূলক চিত্র।

যৌন হেনস্থা এবং ভিডিয়ো করে ব্ল্যাকমেল করার অভিযোগ উঠল বৃন্দাবনের এক আশ্রমের প্রধান পুরোহিতের বিরুদ্ধে। মধ্যপ্রদেশের এক যুবকের দায়ের করা অভিযোগের ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। মথুরার পুলিশ সুপার এই অভিযোগের প্রেক্ষিতে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

যুবকের অভিযোগ অনুযায়ী, ঘটনাটি ঘটে ২০২২ সালের ২২ নভেম্বর। সেই সময় ওই আশ্রমের আবাসিক ছিলেন তিনি। অভিযোগ, মাদকদ্রব্য মেশানো প্রসাদ খাওয়ানো হয়েছিল তাঁকে। তিনি অচৈতন্য হয়ে পড়লে তাঁকে যৌন নির্যাতন করেন ওই আশ্রমের প্রধান। শুধু তা-ই নয়, ওই যুবকের আরও অভিযোগ, ঘটনার ভিডিয়ো করা হয়। পরে তাঁকে সেই ভিডিয়ো দেখিয়ে ব্ল্যাকমেল শুরু করেন আশ্রমের মোহন্ত। প্রতিবাদ করলে মারধরও করা হত বলে অভিযোগ যুবকের।

যুবকের বয়ান অনুযায়ী, ঘটনার পর থেকে মানসিক অবসাদে ভুগতে শুরু করেন তিনি। বার বার আশ্রম ছেড়ে বেরিয়ে যেতে চেয়েও পারেনি। তবে শেষ পর্যন্ত সকলের নজর এড়িয়ে এক দিন আশ্রম থেকে পালিয়ে বাড়ি চলে যান ওই যুবক। সেই ঘটনা নিয়ে তিনি প্রথমে আগরা বিভাগের এক উচ্চপদস্থ পুলিশ আধিকারিকের সঙ্গে যোগাযোগ করেন। তাঁর পরামর্শেই মথুরার পুলিশ সুপারের সঙ্গে দেখা করে পুরো বিষয়টি জানান যুবক। সেই অভিযোগ খতিয়ে দেখে সার্কেল অফিসার (সদর) সন্দীপ কুমার সিংহকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন এসএসপি।

তদন্তকারী আধিকারিক অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মোহন্তের বিরুদ্ধে ওই যুবক যে অভিযোগ তুলেছেন, তা অত্যন্ত গুরুতর। তিন বছর আগের ঘটনা হওয়ায় প্রথমে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তার পরে পদক্ষেপ করা হবে বলে জানান ওই আধিকারিক।

Vrindaban Sexual Assault
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy