লগ্নির পরিবেশ তৈরি করতে রাজ্য স্তরে সরকারি প্রশাসনে লাল ফিতের ফাঁস কাটানো, মানবসম্পদ উন্নয়ন, প্রশাসনে প্রযুক্তির ব্যবহার ও ভারতের আত্ম-নির্ভরতা নিয়ে শনিবার দিল্লিতে রাজ্যের মুখ্যসচিবদের তিন দিনের বৈঠক শুরু হচ্ছে। সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী। সূত্রের খবর, পশ্চিমবঙ্গের মুখ্যসচিব মনোজ পন্থও বৈঠকে যোগ দেবেন। প্রধানমন্ত্রীর দফতর জানিয়েছে, মাওবাদী অধ্যুষিত এলাকাগুলি মাওবাদী-মুক্ত করার পরে সেখানে কী নীতি নেওয়া হবে, তা নিয়েও আলোচনা হবে।
এই নিয়ে পঞ্চম বার মুখ্যসচিবদের সম্মেলন বসছে। সাধারণত এই বৈঠকে নীতি আয়োগের পরিচালন পরিষদে প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীদের সম্মেলনের বিষয়সূচি তৈরি হয়ে যায়। কেন্দ্র এ বারের বৈঠকে রাজ্য স্তরে লগ্নির পরিবেশ উন্নত করতে লাল ফিতের ফাঁস দূর করায় অগ্রাধিকার দিতে চাইছে। সঙ্গে ‘বিকশিত ভারত’-এর লক্ষ্যে মানবসম্পদ উন্নয়নের জন্য শিশুদের শিক্ষা, স্কুল ও উচ্চশিক্ষা, খেলাধুলো ও পড়াশোনা ছাড়া অন্যান্য কাজকর্মে কী ভাবে জোর দেওয়া যায়, তা নিয়ে আলোচনা হবে।
প্রধানমন্ত্রীর দফতরের বক্তব্য, কী ভাবে তরুণ প্রজন্মের বিপুল সংখ্যার সুবিধা নেওয়া যায়, তার উপরে এত দিন নজর ছিল। সেখান থেকে এগিয়ে নাগরিকদের মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে কী ভাবে সুনির্দিষ্ট পরিকল্পনা নেওয়া যায়, ভবিষ্যতের জন্য কাজের সুযোগ ও দক্ষ কর্মী তৈরি করা যায়, সে দিকে জোর দেওয়া হবে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)