Advertisement
২৪ এপ্রিল ২০২৪
Rare yellow turtle

ওড়িশার গ্রামে মিলল বিরল কচ্ছপ, কী করে জন্মাল দেখুন এমন প্রাণী

জিনের তারতম্যের কারণে কখনও কখনও কোনও প্রাণীর মধ্যে অস্বাভাবিক রঙের শাবক জন্মাতে দেখা যায়। যে ভাবে সোনালি বাঘ, সাদা জিরাফ দেখা যায় পৃথিবীতে, তেমনই এই হলুদ কচ্ছপের দেখা মিলল।

হলুদ কচ্ছপ। ছবি: টুইটার থেকে নেওয়া।

হলুদ কচ্ছপ। ছবি: টুইটার থেকে নেওয়া।

সংবাদ সংস্থা
ভুবনেশ্বর শেষ আপডেট: ২০ জুলাই ২০২০ ১৫:৪৬
Share: Save:

করোনার মাঝে ফের এক বিরল প্রাণীর দেখা পেলেন নেটাগরিকরা। এবার ওড়িশার সমু্দ্রের ধারে এক গ্রামে উদ্ধার হল অদ্ভুত সুন্দর দেখতে এক কচ্ছপ। স্থানীয়রা কচ্ছপটিকে দেখতে পেয়ে বন দফতরে খবর দেন। তাঁরা এসে কচ্ছপটি উদ্ধার করে নিয়ে গিয়েছেন।

ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের কর্মী সুশান্ত নন্দা একটি ভিডিয়ো পোস্ট করেছেন কচ্ছপটির। সেখানে দেখা যাচ্ছে, গামলার মতো একটি পাত্রে জলে চরে বেড়াচ্ছে উজ্জ্বল হলুদ রঙের কচ্ছপটি। কচ্ছপটি সদ্যোজাত, আকারেও বেশ ছোট। সুশান্ত জানিয়েছেন, ‘এটি সম্ভবত অ্যালবিনো’। অর্থাৎ জিনের তারতম্যের কারণে কখনও কখনও কোনও প্রাণীর মধ্যে অস্বাভাবিক রঙের শাবক জন্মাতে দেখা যায়। যে ভাবে সোনালি বাঘ, সাদা জিরাফ দেখা যায় পৃথিবীতে, তেমনই এই হলুদ কচ্ছপের দেখা মিলল।

কচ্ছপটি বালাসোর জেলার সোরো ব্লকের সুজানপুর গ্রামে পাওয়া গিয়েছে। সেখান থেকেই বনকর্মীদের হাতে তুলে দেওয়া হয় তাকে। রবিবার কচ্ছপটি উদ্ধার হয়। সুশান্ত ভিডিয়োটি সোমবার সাতটা নাগাদ ভিডিয়োটি পোস্ট করেছেন। সাত ঘণ্টায় ভিডিয়োটি ১৩ হাজারের বেশি বার দেখা হয়েছে। আর এমন বিরল একটি কচ্ছপ দেখে নেটাগরিকরা ভিডিয়োটি শেয়ার করতেও কার্পণ্য করেননি।

আরও পড়ুন: চোরাশিকারিদের হাতে প্রাণ গেল বিরলতম দুই সাদা জিরাফের!

আরও পড়ুন: ভারতের জঙ্গলে দেখা দিল সোনালি বাঘ

দেখুন সেই ভিডিয়ো:

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Turtle Odisha Viral video
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE