একটি সাধারণ স্মার্টফোনের ছবি ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। আসলে তার ছবির সঙ্গে সোশ্যাল মিডিয়ার পোস্টে যা লেখা হয়েছে তার কারণেই মোবাইলটির ছবি ভাইরাল হয়ে গিয়েছে। কারণ সেখানে বলা হয়েছে, সেটি নাকি প্যাঁচায় দিয়ে গিয়েছে।
চিন্ময় ভোগলে নামে এক টুইটার ইউজার মঙ্গলবার একটি টুইট করেছেন। সেখানে একটি স্মার্টফোনের ফ্লিপ কভারের ছবি পোস্ট করেছেন, হয়তো কভারের জন্য মোবাইটি দেখা যাচ্ছে না। ছবির নীচে লেখা হয়েছে, একটি প্যাঁচা নাকি তাঁদের বারান্দায় এই ফোনটি ফেলে গিয়েছে। ফোনটি পড়ে স্ক্রিন ভেঙে গিয়েছে। সেই সঙ্গে চার্জও নিচ্ছে না। ফলে ফোনটি কার জানা যাচ্ছে না’। এটি একটি ইনস্টাগ্রাম পোস্ট।
ইনস্টাগ্রাম পোস্টের স্ক্রিনশট চিন্ময় তাঁর টুইটার হ্যান্ডলে পোস্ট করেছেন। তিনি জানিয়েছেন, বেঙ্গালুরুর এক বন্ধুর সঙ্গে এই ঘটনা ঘটেছে। এই পোস্ট দেখে অনেক নেটাগরিক একে হ্যারি পটারের গল্পের সঙ্গে মিল খুঁজে পাচ্ছেন। হ্যারি পটারেও প্যাঁচারা এমন করে চিঠি দিয়ে যেত ঘরের মধ্যে।
আরও পড়ুন: মদের দোকানে ঠান্ডা বিয়ারের দামে অদ্ভুত ছাড়, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবি
আরও পড়ুন: জেমস বন্ডের হাই-টেক গ্যাজেট-সহ গাড়ি বাজারে আনছে অ্যাস্টন মার্টিন
দেখুন সেই পোস্ট:
A friend of mine in Bangalore has the story of the day. pic.twitter.com/avVYJvrYJj
— Chinmay Bhogle (@chinmaybhogle) July 7, 2020