Advertisement
২৪ মার্চ ২০২৩
National News

আয়কর রিটার্ন, প্যানের আবেদনেও বাধ্যতামূলক হচ্ছে আধার

আয়কর রিটার্ন থেকে প্যান কার্ডের আবেদন, সবেতেই এ বার বাধ্যতামূলক হতে চলেছে আধার নম্বর। অর্থ বিলে ৪০টি সংশোধনী এনেছে নরেন্দ্র মোদী সরকার। বাজেটে যোগ হল ওই সব নতুন প্রস্তাব।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২২ মার্চ ২০১৭ ১৯:৩৩
Share: Save:

আয়কর রিটার্ন থেকে প্যান কার্ডের আবেদন, সবেতেই এ বার বাধ্যতামূলক হতে চলেছে আধার নম্বর। অর্থ বিলে ৪০টি সংশোধনী এনেছে নরেন্দ্র মোদী সরকার। বাজেটে যোগ হল ওই সব নতুন প্রস্তাব। আর, তার আওতাতেই আয়কর রিটার্ন জমার সময়ে আধার কার্ড বাধ্যতামূলক করার প্রস্তাব আনা হয়েছে। পার্মানেন্ট অ্যাকাউন্ট নম্বর(প্যান)-এর জন্য আবেদনপত্র দাখিলের জন্যও আধার জানানোর প্রস্তাব রয়েছে। অন্য দিকে, নগদ লেনদেনের ঊর্ধ্বসীমা ২ লক্ষে কমিয়ে আনার প্রস্তাব দিয়েছে কেন্দ্র।

Advertisement

মঙ্গলবার আলোচনার জন্য অর্থ বিল লোকসভায় পেশ করার পরেই তাতে এত বেশি সংশোধনী আনা নিয়ে প্রতিবাদে সরব হন বিরোধী সদস্যরা। তৃণমূল কংগ্রেস, বিজেডি,আরএসপি-র মতো বিরোধী সদস্যদের অভিযোগ এটি ‘নজিরবিহীন’। তাঁদের মন্তব্য, ‘পিছনের দরজা’ দিয়ে বাজেটে এই সব রদবদল আনছে কেন্দ্র। জেটলি অবশ্য এ ধরনের সংশোধনী আনার বিষয়টি সমর্থন করেন। আগামী কাল তাঁর জবাবি ভাষণ দেওয়ার কথা।

আরও পড়ুন: জনতায় জায়গা না পেলে যেতে পারবেন রাজধানীতে, এক ভাড়ায়

অন্য দিকে নগদ লেনদেনের ঊর্ধ্বসীমা আগামী ১ এপ্রিল থেকেই কমানোর প্রস্তাব দিয়েছে কেন্দ্র। গত ১ ফেব্রুয়ারি বাজেট পেশ করার সময়ে এই সীমা এপ্রিল থেকে ৩ লক্ষে বেঁধে দেওয়ার প্রস্তাব আনেন জেটলি। এখন তা ২ লক্ষ করা হলে ওই নিয়ম ভাঙলে সম পরিমাণ জরিমানা দিতে হবে বলে এ দিন এক টুইট-বার্তায় জানিয়েছেন রাজস্ব সচিব হাসমুখ অধিয়া।

Advertisement

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE
Popup Close
Something isn't right! Please refresh.