বৃদ্ধির হারের অঙ্ককে হাতিয়ার করে ভোটের উত্তরপ্রদেশে নিজের নোট বাতিলের সিদ্ধান্তে সিলমোহর বসাতে চাইছেন নরেন্দ্র মোদী। এ বার পাল্টা পরিসংখ্যান দিয়ে মোদীর সেই অস্ত্রের মোকাবিলায় আসরে নামল কংগ্রেস।
কংগ্রেসের দাবি, মোদী বৃদ্ধির হার দেখিয়ে নোট বাতিলের যাবতীয় কুফলকে আড়াল করে রাজনৈতিক ফায়দা তুলতে চাইছেন। তাই তার মোকাবিলাও রাজনৈতিক ভাবে হওয়া উচিত। সে কারণে আগামী কাল চিদম্বরম, মন্টেক সিংহ অহলুওয়ালিয়াকে দিয়ে নোট বাতিলের আসল কুফল তুলে ধরার আগে আজ কংগ্রেস পাল্টা পরিসংখ্যান নিয়ে এল। কংগ্রেসের নেতা রণদীপ সিংহ সুরজেওয়ালা বলেন, সরকারি পরিসংখ্যান খতিয়ে দেখলেই বোঝা যাবে, বৃদ্ধির হারে কারসাজি করেছেন নরেন্দ্র মোদী। ভুয়ো সংঘর্ষের মতোই এখন ভুয়ো পরিসংখ্যান দেখিয়ে মানুষকে বিভ্রান্ত করছেন প্রধানমন্ত্রী।
সুরজেওয়ালার মতে, কোনও অর্থনীতির আসল সূচক হল ‘গ্রস ভ্যালু অ্যাডিশন’। সরকারি তথ্যই বলছে, গত বছর অক্টোবর থেকে নভেম্বর পর্যন্ত এর পরিমাপ ছিল ৬.৬ শতাংশ। এর সঙ্গে সরকার কারসাজি করে আড়াই লক্ষ কোটি টাকার পরোক্ষ করও যোগ করে বৃদ্ধির হার বাড়িয়ে-চড়িয়ে দেখিয়েছে। পেট্রোপণ্য, পরিষেবা ও উৎপাদন ক্ষেত্র থেকে এই কর জবরদস্তি আদায় করা হয়েছে। ‘ব্যাঙ্ক ক্রেডিট টু ইন্ড্রাস্ট্রি’ও অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত নেগেটিভ ৪.৩ শতাংশ হয়েছে। শিল্প উৎপাদনও ডিসেম্বরে কমেছে ০.৪ শতাংশ। ‘পারচেজ ম্যানেজার’ সূচকও এই প্রথম বার গিয়েছে ৫০ অঙ্কের নীচে। ‘ফিক্সড ইনভেস্টমেন্ট টু জিডিপি’ রেশিও গত বছরের ২৯.৩ শতাংশ থেকে কমে এ বছরে হয়েছে ২৬ শতাংশ। কমেছে সিমেন্ট উৎপাদনও।
আরও পড়ুন: রিজিজুর টুইট, বিপাকে সেনা জওয়ান