Advertisement
১০ মে ২০২৪
National News

লোকসভা ভোটে বেঙ্গালুরু সেন্ট্রাল থেকে নির্দল প্রার্থী হিসেবেই লড়বেন প্রকাশ রাজ

শনিবার অভিনেতা জানিয়ে দিলেন, বেঙ্গালুরু সেন্ট্রাল থেকেই লোকসভা ভোটে দাঁড়াবেন। সঙ্গে এ-ও জানালেন, ২০১৯ লোকসভা ভোটে নির্দল প্রার্থী হিসেবেই তিনি প্রতিদন্দ্বিতা করবেন।

২০১৯ লোকসভা ভোটে নির্দল প্রার্থী হিসেবে বেঙ্গালুরু সেন্ট্রাল থেকে লড়বেন অভিনেতা প্রকাশ রাজ।— ফাইল চিত্র।

২০১৯ লোকসভা ভোটে নির্দল প্রার্থী হিসেবে বেঙ্গালুরু সেন্ট্রাল থেকে লড়বেন অভিনেতা প্রকাশ রাজ।— ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
বেঙ্গালুরু শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০১৯ ১২:১০
Share: Save:

তিনি আগেই জানিয়ে দিয়েছিলেন, লোকসভা ভোটে লড়বেন। কিন্তু কোন পার্টির হয়ে লড়বেন? আর কোন কেন্দ্র থেকেই বা লড়বেন, খোলসা করেছিলেন না অভিনেতা প্রকাশ রাজ। শনিবার অভিনেতা জানিয়ে দিলেন, বেঙ্গালুরু সেন্ট্রাল থেকেই লোকসভা ভোটে দাঁড়াবেন। সঙ্গে এ-ও জানালেন, ২০১৯ লোকসভা ভোটে নির্দল প্রার্থী হিসেবেই তিনি প্রতিদন্দ্বিতা করবেন।

‘অব কি বার জনতা কী সরকার’ এই মন্ত্র নিয়েই বছরের প্রথম দিনটিতে সদর্পে প্রকাশ রাজ ঘোষণা করে দিয়েছিলেন, তিনি রাজনীতিতে যোগদান করছেন। আর অভিনেতার সেই ঘোষণার পর থেকেই তাঁর টুইটার হ্যান্ডলে শুভেচ্ছা বার্তার ঝড় বয়ে গিয়েছে। ভক্তদের ধন্যবাদ জানিয়ে প্রকাশ এই দিন টুইটারে লেখেন, ‘‘২০১৯ লোকসভা নির্বাচন। আমার নতুন জার্নি শুরুর আগে সবার শুভেচ্ছাবার্তা পেয়ে আমি আপ্লুত। বেঙ্গালুরু সেন্ট্রাল কেন্দ্র থেকে আমি নির্দল প্রার্থী হিসেবে নির্বাচনে লড়ব। এই বিষয়ে বিস্তারিত সব তথ্য সংবাদ মাধ্যমের কাছে পরে জানাব।’’

ওই টুইটেই জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা প্রকাশ একটি ছবিও শেয়ার করেছেন। বেঙ্গালুরু সেন্ট্রাল সংসদীয় ক্ষেত্রের অন্দরে আটটি নির্বাচনী কেন্দ্রের পরিষ্কার চিত্র তুলে ধরেছেন। আর সেই আটটি নির্বাচনী কেন্দ্র হল, গাঁধীনগর, চারাজপেট, সর্বাগ্ননগর, শান্তিনগর, রাজাজি নগর, সিভি রমন নগর, শিবাজীনগর এবং মহাদেবপুরা।

আরও পড়ুন: ভোটব্যাঙ্ক নন, কৃষকেরা অন্নদাতা, ফের ‘কল্পতরু’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

বেঙ্গালুরু সেন্ট্রালের সাংসদ বিজেপির পি সি মোহনের বিরুদ্ধেই লড়বেন নবাগত রাজনীতিক প্রকাশ রাজ। ২০০৯ সাল থেকে ওই কেন্দ্র থেকে জিতে আসছেন পি সি মোহন।

আরও পড়ুন: জোট ঘোষণার মুখেই সিবিআইয়ের খাঁড়া নামল অখিলেশের উপর

রজনীকান্ত এবং কমল হাসানের পর প্রকাশ রাজেরও রাজনীতিতে প্রবেশ নিয়ে জল্পনা চলছিল বেশ কিছু দিন ধরেই। তবে বরাবরই প্রকাশ রাজকে বিজেপির বিরুদ্ধে আওয়াজ সরব হতে দেখা গিয়েছে। ২০১৭ সালের সেপ্টেম্বরে প্রকাশের সাংবাদিক বন্ধু গৌরী লঙ্কেশ হত্যার পর প্রকাশ্যে তিনি সোজাসুজি বিজেপির দিকে আঙুল তুলেছিলেন। এমনকি, এ-ও অভিযোগ করেছিলেন, বিজেপির বিরুদ্ধে কথা বলার জন্য বলিউড থেকে কাজের অফারও তাঁর কাছে কম আসছে।

(ভারতের রাজনীতি, ভারতের অর্থনীতি- সব গুরুত্বপূর্ণ খবর জানতে আমাদেরদেশবিভাগে ক্লিক করুন।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE