Advertisement
০৬ মে ২০২৪

মৃত জঙ্গি নেতা হক্কানি

তালিবান প্রধান মোল্লা ওমরের পরে হক্কানি জঙ্গি গোষ্ঠীর প্রধান জালালউদ্দিন হক্কানি। তালিবান সূত্রকে উদ্ধৃত করে শুক্রবার সংবাদ সংস্থা জানিয়েছে, ওমরের মতোই দীর্ঘদিন অসুখে ভোগার পরে বছরখানেক আগে হক্কানি মারা গিয়েছেন। ভারতীয় গোয়েন্দা সূত্রেও এই খবরের সমর্থন পাওয়া গিয়েছে।

শেষ আপডেট: ০১ অগস্ট ২০১৫ ০৪:০৩
Share: Save:

তালিবান প্রধান মোল্লা ওমরের পরে হক্কানি জঙ্গি গোষ্ঠীর প্রধান জালালউদ্দিন হক্কানি। তালিবান সূত্রকে উদ্ধৃত করে শুক্রবার সংবাদ সংস্থা জানিয়েছে, ওমরের মতোই দীর্ঘদিন অসুখে ভোগার পরে বছরখানেক আগে হক্কানি মারা গিয়েছেন। ভারতীয় গোয়েন্দা সূত্রেও এই খবরের সমর্থন পাওয়া গিয়েছে। আফগানিস্তানে ভারতীয় লক্ষ্যবস্তুর উপরে একাধিক হামলায় হক্কানি গোষ্ঠী দায়ী বলে দাবি নয়াদিল্লির। গোয়েন্দাদের মতে, হক্কানি গোষ্ঠীর সঙ্গে পাক গুপ্তচর সংস্থা আইএসআই এবং তালিবান-আল-কায়দার ঘনিষ্ঠ যোগ আছে। পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে ওই সংগঠনের ঘাঁটি ছিল। সাম্প্রতিক পাক সেনা অভিযানে ওই ঘাঁটি হক্কানি গোষ্ঠীর হাতছাড়া হয়েছে। সংবাদ সংস্থার খবর, আফগানিস্তানের খোস্ত প্রদেশে হক্কানিকে কবর দেওয়া হয়েছে। ঠিক কোথায় তাঁর মৃত্যু হয়েছে তা তালিবান সূত্রে স্পষ্ট করে বলা হয়নি। তবে ভারতীয় গোয়েন্দাদের দাবি, হক্কানি পাকিস্তানেই ছিলেন। ওসামা বিন-লাদেনের মতো তাঁকেও যে পাকিস্তান আশ্রয় দিয়ে রেখেছিল সেটাই এ বার প্রমাণ হল। আশ্রয়ের বদলে হক্কানি জঙ্গিদের আইএসআই ভারতের বিরুদ্ধে ব্যবহার করত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Haqqani Afghanistan Jalaluddin Haqqani new delhi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE