Advertisement
০৯ মে ২০২৪
Bone Death

Avascular Necrosis: কোভিডের পর হাড়ে তীব্র যন্ত্রণা, ‘অ্যাভাসকুলার নেক্রোসিস’ নিয়ে উদ্বিগ্ন চিকিৎসকরা

কোভিডমুক্ত হওয়ার প্রায় ২ মাস পর তিন ব্যক্তি নেক্রোসিস রোগে আক্রান্ত হয়ে মুম্বইয়ের হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের বয়স ৪০-এর নীচে।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ০৫ জুলাই ২০২১ ১০:৫৮
Share: Save:

কোভিড থেকে সুস্থ হয়ে ওঠার পর ‘অ্যাভাসকুলার নেক্রোসিস’ (এভিএন) রোগে আক্রান্ত হচ্ছেন রোগীরা। অর্থাৎ তাঁদের শরীরে হাড়ের কলার মৃত্যু ঘটছে। স্থায়ী বা সাময়িক ভাবে হাড়ে রক্ত সঞ্চালন বন্ধ হয়ে গেলে তা ঘটে। মাস দু’য়েক আগে কোভিড পরবর্তী সমস্যা হিসেবে ‘মিউকরমাইকোসিস’ নিয়ে আতঙ্ক ছড়িয়েছিল গোটা দেশে। এ বার এভিএন নিয়েও উদ্বিগ্ন চিকিৎসকরা। ইতিমধ্যেই মুম্বইয়ে এভিএন-এ আক্রান্ত তিন রোগীর হদিশ মিলেছে।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট বলছে, কোভিডমুক্ত হওয়ার প্রায় দু’মাস পর তিন ব্যক্তি ওই নেক্রোসিস রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। প্রত্যেকের বয়স ৪০-এর নীচে। চিকিৎসকরা জানিয়েছেন, এই রোগে সাধারণত উরুর হাড়ের উপরের অংশ অর্থাৎ ফিমারে তীব্র যন্ত্রণা অনুভব হয়।

হিন্দুজা হাসপাতালের মেডিক্যাল ডিরেক্টর সঞ্জয় আগরওয়াল বলেন, মিউকরমাইকোসিসের মতোই কোভিডের চিকিৎসায় অতিরিক্ত স্টেরয়েড ব্যবহার করার ফলে নেক্রোসিস রোগে আক্রান্ত হচ্ছেন রোগীরা। তাঁর কথায়, ‘‘কোভিডের চিকিৎসায় জীবনদায়ী কর্টিকো স্টেরয়েডের ব্যবহার বাড়লে এভিএন রোগের প্রকোপ বাড়তে পারে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE