Advertisement
০৫ ডিসেম্বর ২০২৩
Tibetan Independence Movement

জি২০-তে কেন চিনের প্রধানমন্ত্রী? দিল্লিতে বিক্ষোভ স্বাধীনতাপন্থী তিব্বতি সংগঠনের

তিব্বতে চিনা দখলদারির পরে ১৯৫৯ সালের ৩০ মার্চ তাওয়াং প্রবেশ করেছিলেন চতুর্দশ দলাই লামা। তাঁর সঙ্গেই ভারতে এসেছিলেন কয়েক হাজার তিব্বতি শরণার্থী।

Ahead of G20 Summit in Delhi Tibetan youth congress protest against China

দিল্লিতে বিক্ষোভ তিব্বতি সংগঠনের। ছবি: রয়টার্স।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
নয়াদিল্লি শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৩ ১৮:৩৩
Share: Save:

জি২০ শীর্ষ সম্মেলনের আগে নয়াদিল্লিতে বিক্ষোভ দেখাল ভারতে বসবাসকারী তিব্বতিদের কয়েকটি সংগঠন। চিনের প্রধানমন্ত্রী লি চিয়াংয়ের ভারত সফরের প্রতিবাদ এবং তিব্বতকে চিনা দখল থেকে মুক্ত করার দাবিতে শুক্রবার দিল্লির ‘মজনু কা টিলা’ এলাকায় পোস্টার-ব্যানার নিয়ে শান্তিপূর্ণ বিক্ষোভ দেখান তিব্বতিরা।

তিব্বতি সংগঠন তিব্বত যুব কংগ্রেসের সভাপতি গুংডু থোন্ডুপ বলেন, ‘‘জি২০ শীর্ষ সম্মেলনের আয়োজক ভারতের বিরুদ্ধে আমাদের কোনও প্রতিবাদ নেই। আমাদের প্রতিবাদ তিব্বতের অবৈধ দখলদার চিনের প্রতিনিধির জি২০-তে যোগাদানের বিরুদ্ধে।’’ অধিকৃত তিব্বতে এখনও ধারাবাহিক ভাবে চিনা সেনা নিপীড়ন চালাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

তিব্বতে চিনা দখলদারির পরে ১৯৫৯ সালের ৩০ মার্চ তাওয়াং প্রবেশ করেছিলেন চতুর্দশ দলাই লামা। তাঁর সঙ্গেই ভারতে এসেছিলেন কয়েক হাজার তিব্বতি শরণার্থী। ১৯৫১ সাল থেকে স্বেচ্ছানির্বাসিত তিব্বতিদের সরকারের নেতৃত্ব দিচ্ছেন দলাই লামা। কিন্তু বারে বারেই তিব্বতের স্বায়ত্তশাসনের দাবি উড়িয়ে দিয়েছে চিন। শুধু ভারতে নয় পৃথক রাষ্ট্রের দাবিতে, তিব্বতের স্বাধীনতা আন্দোলন নিয়ে গোটা বিশ্বে প্রতিবাদ করে চলেছেন তিব্বতিরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE