ছ’মাস পরেই তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচন। কিন্তু অভ্যন্তরীণ কোন্দলে একাধিক শিবিরে বিভক্ত হয়ে পড়েছে ওই রাজ্যে বিজেপির জোট সঙ্গী এডিএমকে। যা মেটাতে আগামিকাল দিল্লিতে অমিত শাহের সঙ্গে বৈঠক বসতে চলেছেন এডিএমকের শীর্ষ নেতা ই পলানিস্বামী। জোট ঘোষণা হওয়ার পরে এই প্রথম বৈঠকে বসতে চলেছেন দু’দলের শীর্ষ নেতৃত্ব।
গত কয়েক বছরে দল থেকে বিতাড়িত ভি কে শশীকলা, ও পনীরসেলভন, টি টি ভি দিনাকরণের মতো নেতাদের দলে ফিরিয়ে আনার প্রশ্নে সম্প্রতি সরব হন এডিএমকের আর এক শীর্ষ নেতা কে এন সেনগোট্টিয়াম। মূলত দলের শক্তিবৃদ্ধির লক্ষ্যেই বাদ পড়া নেতাদের ফিরিয়ে আনার প্রস্তাব দেন পলানিস্বামীকে। বেঁধে দেন সময়সীমাও। কিন্তু সেই দাবি খারিজ করে উল্টে সেনগোট্টিয়ামকে দলের পদ থেকে সরিয়ে একঘরে করে দেওয়ার কৌশল নেন পালানিস্বামী।
কিন্তু সম্প্রতি শাহ ও নির্মলা সীতারামন আলাদা করে সেনগোট্টিয়ামের সঙ্গে বৈঠক করেন। বিষয়টি জানাজানি হতেই বিষয়টি ভাল ভাবে নেননি পলানিস্বামী। রাজনীতিকদের মতে, এতে দলের মধ্যেই পলানিস্বামীর নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। দলের একাংশ এখন সেনগোট্টিয়ামের সঙ্গে রফার প্রশ্নে পলানিস্বামীর উপরে চাপ দেওয়া শুরু করেছে।
এই আবহে আগামিকাল বৈঠকে বসছেন দুই নেতা। রাজনীতিকদের মতে, পলানাস্বামী চাইছেন দলে তাঁর নেতৃত্বকেই প্রতিষ্ঠিত করতে প্রকাশ্যে বার্তা দিন শাহ। অন্য দিকে, বিজেপির লক্ষ্য এডিএমকের অভ্যন্তরীণ বিবাদ মেটানো। যাতে ওই রাজ্যে শাসকদল ডিএমকে-র বিরুদ্ধে একজোট হয়ে নির্বাচনের প্রস্তুতিতে নামতে পারে এনডিএ।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)