Advertisement
১৮ এপ্রিল ২০২৪
নাগাল্যান্ড বিধানসভা

সাসপেন্ড আট বিধায়ক, অস্তিত্ব-সঙ্কটে কংগ্রেস

দলের নির্দেশ অমান্য করে বিজেপির সঙ্গে একই জোটে সামিল হওয়ায় সাসপেন্ড হলেন নাগাল্যান্ডের আট কংগ্রেস বিধায়ক। তবে তাতে তাঁদের বিশেষ হেলদোল নেই। নাগাল্যান্ডের জোট সরকারে যোগ দেওয়ার জন্য তাঁদের আঞ্চলিক দল গড়ার প্রাথমিক প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন। দল থেকে সাসপেন্ড হওয়ায় তাঁদের সুবিধা হল বলেই মনে করছেন রাজ্য–রাজনীতির কুশীলবরা। অন্য দিকে, তাঁদের বক্তব্য, দল হিসেবে কংগ্রেসেরও এ ছাড়া অন্য কোনও উপায় ছিল না। বিজেপি-জোটে সামিল হওয়া অনুমোদন করা জাতীয় রাজনীতির প্রেক্ষিতেই অসম্ভব ছিল।

নিজস্ব সংবাদদাতা
গুয়াহাটি শেষ আপডেট: ১১ মে ২০১৫ ০৩:৪০
Share: Save:

দলের নির্দেশ অমান্য করে বিজেপির সঙ্গে একই জোটে সামিল হওয়ায় সাসপেন্ড হলেন নাগাল্যান্ডের আট কংগ্রেস বিধায়ক। তবে তাতে তাঁদের বিশেষ হেলদোল নেই। নাগাল্যান্ডের জোট সরকারে যোগ দেওয়ার জন্য তাঁদের আঞ্চলিক দল গড়ার প্রাথমিক প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন। দল থেকে সাসপেন্ড হওয়ায় তাঁদের সুবিধা হল বলেই মনে করছেন রাজ্য–রাজনীতির কুশীলবরা। অন্য দিকে, তাঁদের বক্তব্য, দল হিসেবে কংগ্রেসেরও এ ছাড়া অন্য কোনও উপায় ছিল না। বিজেপি-জোটে সামিল হওয়া অনুমোদন করা জাতীয় রাজনীতির প্রেক্ষিতেই অসম্ভব ছিল।

নাগাল্যান্ডের শাসক জোট ড্যান-এর নেতৃত্বে রয়েছে ৩৮ জন বিধায়ক-সহ এনপিএফ। তাদের পুরনো জোট সঙ্গী বিজেপি। এনপিএফ দলে বিভাজনের জেরে ৫ ফেব্রুয়ারি বিধানসভার আস্থা ভোটের আগে প্রধান বিরোধী দল কংগ্রেসের বিধায়করা জেলিয়াংকে প্রস্তাব দিয়েছিল, তারা জেলিয়াংকে ভোট দেবে। বিনিময়ে তাঁদের ড্যান জোটের শরিক করতে হবে। আস্থা ভোটে অবশ্য জেলিয়াং কেবল কংগ্রেস নয়, স্পিকার বাদে ৫৯ জন বিধায়কেরই ভোট পান। দলে বিভাজনও মিটে যায়। কিন্তু রাজ্যে ও কেন্দ্রে এনপিএফ-এর শরিক বিজেপির আপত্তিতে কংগ্রেস বিধায়কদের ড্যান জোটের শরিক করতে পারছিলেন না জেলিয়াং। সম্প্রতি অমিত শাহও ডিমাপুরে এসে জেলিয়াংকে জানিয়ে যান, কংগ্রেসকে যেন ড্যান জোটের শরিক না করা হয়।

পাশাপাশি, এআইসিসিও সাফ জানায়, বিজেপির সঙ্গে নাগাল্যান্ডে কংগ্রেস কোনও ভাবেই জোটবদ্ধ হবে না। কিন্তু প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি এস আই জামির বরাবরই জোট বাঁধার পক্ষে। তিনি স্বাস্থ্যের কারণ দেখিয়ে সনিয়া গাঁধীর কাছে পদত্যাগপত্র পাঠান। সেই সঙ্গে জেলিয়াংকে নিয়ে বাকি কংগ্রেস বিধায়কদের দলে টানার কাজ চালিয়ে যান। শেষ অবধি বিরোধী দলনেতা ইয়েপথোমিকে মন্ত্রিত্ব, এক জনকে ডেপুটি স্পিকার করা ও বাকি ৫ কংগ্রেস বিধায়ককেই পরিষদীয় সচিব করার টোপ দিয়ে দলে টেনে নেন জেলিয়াং। জামিরকে করা হয় মুখ্যমন্ত্রীর উপদেষ্টা। শুক্রবার নতুন মন্ত্রী ও পরিষদীয় সচিবরা শপথ নেন।

কিন্তু দলের নির্দেশ অমান্য করে কংগ্রেস বিধায়করা এমন ধৃষ্টতা দেখানোয় এআইসিসি ওই আট বিধায়ককে সাসপেন্ড করে সাত দিনের মধ্যে কারণ দর্শাবার নোটিশ জারি করেছে। উত্তর-পূর্বের ভারপ্রাপ্ত কংগ্রেস নেতা ভি নারায়নস্বামী জানান, ‘‘এআইসিসির নির্দেশ মতো নতুন প্রদেশ কংগ্রেস সভাপতি কে থেরি সাংবাদিক সম্মেলন ডেকে ড্যান জোটের অংশ না হওয়ার সিদ্ধান্ত জানিয়েছিলেন। তার পরেও আট বিধায়ক জোটে যোগ দিয়ে অন্যায় করেছেন। এতে দলের ভাবমূর্তি খারাপ হয়েছে। সরাসরি দলীয় অনুশাসন ভেঙেছেন তাঁরা।’’

বহিষ্কার রুখতে ও নাগাল্যান্ডের পরিস্থিতি বোঝাতে খোদ সনিয়া গাঁধীর সঙ্গে দেখা করতে যাচ্ছেন ৮ বিধায়ক। সদ্য মন্ত্রী হওয়া ইয়েপথোমি বলেন, ‘‘দল আমাদের সাসপেন্ড করলেও বিধানসভার পুরো মেয়াদ অবধি আমরা কংগ্রেস সদস্য হিসেবেই থাকতে চাই। নোটিশের জবাব দিতে আমরা তৈরি।’’ তাঁর মতে, ‘‘সর্বভারতীয় নেতাদের পক্ষে নাগাল্যান্ডের পরিস্থিতি বোঝা সম্ভব নয়। ভারত-নাগা সমস্যার সমাধানে সব দলের একজোট হওয়া ও বিরোধীহীন সরকার হওয়া রাজ্যে প্রয়োজন ছিল।’’ ড্যান জোট সূত্রে খবর, কংগ্রেস বিধায়করা বহিষ্কৃত হতে পারেন জেনেই নেতৃত্ব এগিয়েছেন। সে ক্ষেত্রে কংগ্রেসের ওই আট জন বিকল্প আঞ্চলিক দল গড়তে পারেন। আর তা হলে, নাগাল্যান্ডে ধুঁকতে থাকা কংগ্রেস আরও অস্তিত্বহীন হয়ে পড়বে। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব কংগ্রেসের জোটে যোগ দেওয়ায় ক্ষুব্ধ। তবে তাদের মতে, কংগ্রেসের বিধায়করা দল ছেড়ে আঞ্চলিক দল গড়লে তাঁদের সঙ্গে জোটে থাকতে বিজেপির আদর্শগত কোনও বাধা থাকবে না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

congress mla nagaland guwahati minister
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE