কলকাতায় চিকিৎসক নিগ্রহের প্রতিবাদে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএমএ)-এর ডাকা ধর্মঘটে আজ গোটা দেশে ধাক্কা খেয়েছে চিকিৎসা পরিষেবা। দেশের প্রায় সব রাজ্যেই আজ এনআরএসের ঘটনার প্রতিবাদে চিকিৎসকেরা পথে নামেন। প্রায় সব সরকারি হাসপাতালে বর্হিবিভাগ পরিষেবা বন্ধ থাকে। কর্নাটকে ধর্মঘট এমন আকার নেয় যে চিকিৎসকদের কাজে ফেরার জন্য মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামীকে আহ্বান জানাতে হয়। সরকারি হাসপাতালের চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করার আর্জি পৌঁছেছে সুপ্রিম কোর্টেও। কাল ওই জনস্বার্থ মামলার শুনানি।
কলকাতার ঘটনার প্রতিবাদে গত শুক্রবারই আইএমএ আজ গোটা দেশে ধর্মঘট ডেকেছিল। সরকারের পক্ষে ধর্মঘট প্রত্যাহারের জন্য একাধিক বার আবেদন জানালেও অবস্থানে অনড় থাকেন চিকিৎসকেরা। আজ দেশের বিভিন্ন রাজ্যের সরকারি হাসপাতালগুলির বড় অংশে কেবল জরুরি পরিষেবা বিভাগ ছাড়া সব পরিষেবা বন্ধ ছিল। অসুবিধায় পড়েন বহু মানুষ।
ধর্মঘটে হবে না বলে গত কাল পর্যন্ত সিদ্ধান্ত নিয়েছিল দিল্লির এমস। কিন্তু কাল রাতে রুগির পরিজনদের হাতে প্রহৃত দেন এইমসের ট্রমা বিভাগের এক চিকিৎসক। প্রতিবাদে আজ কর্মবিরতি পালন করেন এমসের চিকিৎসকেরা। সব মিলিয়ে দিল্লি ও রাজধানী সংলগ্ন এলাকার ২২টি হাসপাতালের প্রায় ১০ হাজার চিকিৎসক আজ ধর্মঘটে অংশ নেন।