‘ইন্ডিয়া’ জোটের উপরাষ্ট্রপতি প্রার্থী সুদর্শন রেড্ডিকে ফের ‘মাওবাদীদের রক্ষক’ বলে আক্রমণ শানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গত শুক্রবারও সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি রেড্ডিকে মাওবাদীদের সমর্থক হিসেবে চিহ্নিত করেছিলেন শাহ। তার সমালোচনা করে আজ বিবৃতি দিয়েছেন অবসরপ্রাপ্ত ১৮ জন বিচারপতি। তাঁদের আশঙ্কা, বিচারপতিদের উপর এর প্রভাব পড়তে পারে। যা বিচারব্যবস্থার নিরপেক্ষতা টলিয়ে দিতে পারে।
২০১১ সালে সুপ্রিম কোর্টের বিচারপতি সুদর্শন রেড্ডি এবং বিচারপতি এস এস নির্জর ছত্তীসগঢ়ের সালওয়া জুডুম কেন্দ্রগুলি বন্ধ করার নির্দেশ দেন। ওই কেন্দ্রগুলির বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ সামনে এসেছিল। আজ এক সাক্ষাৎকারে শাহ ফের বলেন, ‘‘সে সময়ে শেষ নিঃশ্বাস ফেলা মাওবাদ সমস্যা ওই সিদ্ধান্তের ফলে আরও দু’দশক টিকে যায়। হামলার শিকার হতে হয় নিরাপত্তারক্ষীদের। তাই রাহুল গান্ধীর জবাব দেওয়া উচিত, কেন ওই ব্যক্তিকে বেছে নেওয়া হল?’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)