Apache AH-64E is the world’s most advanced multi-role combat helicopter dgtl
URL Copied
দেশ
গাছের উচ্চতায় নেমে এসে লক্ষ্যবস্তুকে নিমেষে ধ্বংস করতে পারে অ্যাপাশে
নিজস্ব প্রতিবেদন
১১ মে ২০১৯ ১৫:৫৯
Advertisement
১ / ১০
ভারত হাতে পেল অত্যাধুনিক মার্কিন অ্যাটাক হেলিকপ্টার অ্যাপাশে এএইচ ৬৪ই। কী রয়েছে এই হেলিকপ্টারে দেখে নেওয়া যাক।
২ / ১০
২০১৫-র সেপ্টেম্বরে বোয়িং সংস্থার সঙ্গে ২২টি অ্যাপাশে হেলিকপ্টার কেনার চুক্তি হয়েছিল ভারতের। তারই একটি শনিবার ভারতের হাতে তুলে দিল বোয়িং।
Advertisement
Advertisement
৩ / ১০
বিশ্বের সর্বাধুনিক মাল্টি-রোল কমব্যাট হেলিকপ্টার এটি। অ্যাপাশে গার্ডিয়ান নামেও পরিচিত হেলিকপ্টারটি।
৪ / ১০
এএইচ৬৪ই অ্যাপাশে গ্রুপের মধ্যে সর্বাধুনিক আক্রমণাত্মক হেলিকপ্টার। এটি চার ব্লেডের অ্যাটাকিং কপ্টার।
Advertisement
৫ / ১০
যে কোনও আবহাওয়ায় হামলা চালাতে পারে এই কপ্টার। শুধু তাই নয়, গাছের উচ্চতায় নেমে এসে লক্ষ্যবস্তুকে চোখের নিমেষে গুঁড়িয়ে দিয়ে পালিয়ে যেতে পারে অ্যাপাশে।
৬ / ১০
লক্ষ্যে সরাসরি আঘাত হানতে এই হেলিকপ্টারে রয়েছে নোজ-মাউন্টে়ড সেন্সর স্যুট এবং নাইট ভিশন সিস্টেম।
৭ / ১০
এ ছাড়া রয়েছে ৩০এমএম এম ২৩০ চেন গান। অ্যাপাশের গতিবেগ ঘণ্টায় ৩০০ কিলোমিটার।
৮ / ১০
১৬ এজিএম-১১এআর হেলফায়ার-২ অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল বহনক্ষম এই হেলিকপ্টার। এ ছাড়া দুটো এআইএম-৯ সাইডউইন্ডার, চারটে এআইএম-৯২ স্টিংগার, মিস্ট্রাল ক্ষেপণাস্ত্রও বহন করতে পারে এটি।
৯ / ১০
শত্রুপক্ষের রাডার ধ্বংস করতে এতে রয়েছে এজিএম-১২২ সাইডআর্ম আকাশ থেকে ভূমি অ্যান্টি রেডিয়েশন ক্ষেপণাস্ত্র।
১০ / ১০
এক জন পাইলট ও গানার থাকেন হেলিকপ্টারটি পরিচালনা করার জন্য।