আকাশ-ভাঙা বৃষ্টি থেমে গিয়েছে দিন তিনেক হল। খুব ধীরে হলেও আজ থেকে নামতে শুরু করেছে বন্যার জল। আর কয়েক দিন পর থেকে হয়তো ছন্দেও ফিরতে শুরু করবে জম্মু-কাশ্মীরের স্বাভাবিক জনজীবন। কিন্তু গোলাপি কম্বলে মোড়া একরত্তিকে নিয়ে এখন ভারী চিন্তায় সেনা হাসপাতালের চিকিৎসকেরা।
দিন কয়েক আগে শ্রীনগরের জলমগ্ন জি বি পন্থ হাসপাতাল থেকে ফুটফুটে ওই সদ্যোজাতকে উদ্ধার করেছিলেন সেনাবাহিনীর জওয়ানরা। দিন কয়েক আগেই ভূমিষ্ঠ হয়েছে সে। তার সঙ্গে উদ্ধার করা হয়েছিল আরও ৩০০টি শিশুকে। তার পর থেকে সেনা হাসপাতালেই ঠাঁই হয়েছে সকলের। কিন্তু সে দিনের পর থেকে খোঁজ মিলছে না ওই সদ্যোজাতের পরিজনের। বাকি জনা পঞ্চাশেক শিশু গুরুতর অসুস্থ হলেও তাদের সকলেরই পাশে রয়েছেন পরিজনেরা। কিন্তু কোনও খবর নেই ওই সদ্যোজাতর পরিবারের।
সেনা সূত্রে জানানো হয়েছে, জি বি পন্থ হাসপাতালের জল বাড়ার খবর পেয়ে উদ্ধারকাজে যান জওয়ানরা। সেনার নিয়ম অনুযায়ী, প্রথমে শিশু, তার পর মহিলা এবং সব শেষে আটকে পড়া পুরুষ রোগীদের উদ্ধার করে আনা হয়। কিন্তু এখনও পর্যন্ত ওই শিশুটিকে নিজের সন্তান বলে দাবি করতে আসেননি কেউ। সেনার চিকিৎসকদের একটি দল দেখভাল করছে ওই সদ্যোজাতর। তার শরীরও এখন ভালই। কিন্তু নিজের বাবা-মায়ের সঙ্গে তার কোনও দিন পুনর্মিলন হবে কি না, সেটাই ভাবাচ্ছে সকলকে। সেনাবাহিনীর এক চিকিৎসক, ব্রিগেডিয়ার এন এস লাম্বা বলেছেন, “যত দিন সম্ভব ও আমাদের সঙ্গেই থাকবে।” কিন্তু তার পর? সেনার এক জওয়ান জানিয়েছেন, যখন উদ্ধারকাজ চলছিল, তখনই হয়তো তার বাবা-মা মারা যেতে পারেন। কিন্তু সে বিষয়ে কেউই নিশ্চিত নন। তবে সেনা এটা ভাল করেই জানে, সারা জীবন ওই শিশুটিকে তারা নিজেদের কাছে রেখে দিতে পারবে না। এখন তাদের একটাই প্রার্থনা। যত দ্রুত সম্ভব, বাবা-মায়ের সঙ্গে দেখা হয়ে যাক ওই একরত্তির।