Advertisement
০২ মে ২০২৪
রামমন্দিরে রামলালার বিগ্রহে ‘প্রাণপ্রতিষ্ঠা’ সম্পন্ন।

রামমন্দিরে রামলালার বিগ্রহে ‘প্রাণপ্রতিষ্ঠা’ সম্পন্ন। ছবি: পিটিআই।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২৪ ১৪:৪৪
Share: Save:
শুধু মূল বিষয়গুলি
timer শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২৪ ১৩:৪৫ key status

রামমন্দির চত্বরে প্রধানমন্ত্রীর সভা

মন্দির উদ্বোধন এবং রামলালার বিগ্রহে ‘প্রাণপ্রতিষ্ঠা’ সম্পন্ন হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে। তিনিই ছিলেন অনুষ্ঠানের ‘প্রধান যজমান’। তাঁর সঙ্গে গর্ভগৃহে ছিলেন মোহন ভাগবত, যোগী আদিত্যনাথ এবং অন্যান্যরা। মন্দির চত্বরে ১১ দিনের উপবাস ভঙ্গ করেন প্রধানমন্ত্রী। তার পর মঞ্চে ওঠেন যোগী। এই সভাতেই বক্তৃতা করবেন মোদী।

timer শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২৪ ১৩:২৮ key status

রামমন্দির থেকে বেরোলেন প্রধানমন্ত্রী

‘প্রাণপ্রতিষ্ঠা’ শেষে অযোধ্যার রামমন্দির থেকে বেরিয়ে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হাত জোড় করে মন্দির চত্বরে উপস্থিত অতিথিদের স্বাগত জানান তিনি। সেখানেই শুরু হবে জনসভা।

Advertisement
timer শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২৪ ১৩:১৭ key status

রামলালাকে সাষ্টাঙ্গে প্রণাম মোদীর

রামলালার বিগ্রহের সামনে সাষ্টাঙ্গে প্রণাম করলেন নরেন্দ্র মোদী। পুজো শেষে তিনি জনসভার জন্য বেরিয়ে যাবেন।

রামলালাকে প্রণাম করছেন প্রধানমন্ত্রী।

রামলালাকে প্রণাম করছেন প্রধানমন্ত্রী।

timer শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২৪ ১২:৫৭ key status

রামলালার আরতি মোদীর

পঞ্চপ্রদীপে রামলালার আরতি করছেন প্রধানমন্ত্রী মোদী। ‘প্রাণপ্রতিষ্ঠা’ সম্পন্ন হয়েছে। শঙ্খ-ঘণ্টাধ্বনিতে মুখরিত অযোধ্যা।

timer শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২৪ ১২:৪৭ key status

অযোধ্যায় পুষ্পবৃষ্টি

হেলিকপ্টার থেকে ফুল ছড়িয়ে দেওয়া হচ্ছে অযোধ্যা নগরীতে।

timer শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২৪ ১২:৪২ key status

চোখ খুলল রামলালার

রামমন্দিরের গর্ভগৃহে রামলালার বিগ্রহের চোখের বাঁধন খুলে দেওয়া হয়েছে। রয়েছেন নরেন্দ্র মোদী, যোগী আদিত্যনাথ, উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন পটেল এবং আরএসএস প্রধান মোহন ভাগবত। হাতে পদ্মফুল নিয়ে পুজো করছেন প্রধানমন্ত্রী।

রামলালার মূল বিগ্রহ।

রামলালার মূল বিগ্রহ।

Advertisement
timer শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২৪ ১২:২৪ key status

রয়েছেন মোহন ভাগবত

রামমন্দিরের গর্ভগৃহে নরেন্দ্র মোদীর সঙ্গেই রয়েছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবত। তাঁরা পুজোয় বসেছেন।

অযোধ্যায় রামমন্দির উদ্বোধনের সরাসরি সম্প্রচার।

timer শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২৪ ১২:১০ key status

রামমন্দিরে মোদী

রামমন্দিরে পৌঁছেছেন নরেন্দ্র মোদী। হাতে পুজোর ডালা নিয়ে ধীরে ধীরে গর্ভগৃহের দিকে এগোচ্ছেন তিনি। ‘প্রাণপ্রতিষ্ঠা’ হতে চলেছে রামলালার বিগ্রহে।

রামমন্দিরে নরেন্দ্র মোদী।

রামমন্দিরে নরেন্দ্র মোদী।

timer শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২৪ ১১:৫১ key status

অযোধ্যায় পুষ্পবৃষ্টি

অযোধ্যায় রামমন্দির উদ্বোধনের পুণ্য লগ্নে পুষ্পবৃষ্টি করা হচ্ছে আকাশ থেকে। হেলিকপ্টার থেকে ফুল ছড়িয়ে দেওয়া হচ্ছে অযোধ্যার উপর।

timer শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২৪ ১১:৪৭ key status

রয়েছেন অম্বানীরাও

মুকেশ অম্বানী এবং নীতা অম্বানী রামমন্দিরে গিয়েছেন।

অযোধ্যায় মুুকেশ অম্বানী এবং নীতা অম্বানী।

অযোধ্যায় মুুকেশ অম্বানী এবং নীতা অম্বানী।

timer শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২৪ ১১:৪৪ key status

অযোধ্যায় সচিন তেন্ডুলকর, সাইনা নেহওয়াল

অযোধ্যায় গিয়েছেন সস্ত্রীক ক্রিকেট তারকা সচিন তেন্ডুলকর এবং ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়াল। 

রামমন্দিরে সচিন তেন্ডুলকর।

রামমন্দিরে সচিন তেন্ডুলকর।

অযোধ্যার অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার।

timer শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২৪ ১১:৪১ key status

কলকাতায় শুভেন্দুর মিছিল

কলকাতায় মিছিল করছেন রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। শ্যামবাজার থেকে সেন্ট্রাল অ্যাভিনিউয়ের রামমন্দির পর্যন্ত মিছিল করেন তিনি। বলেন, ‘‘সারা বাংলায় ‘জয় শ্রীরাম’ স্লোগান উঠছে। যদি লজ্জা থাকে, মমতা বন্দ্যোপাধ্যায় বিকেলে বাড়ি থেকে বেরোবেন না।’’

কলকাতায় শুভেন্দুর মিছিল।

কলকাতায় শুভেন্দুর মিছিল। —নিজস্ব চিত্র।

timer শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২৪ ১১:৩৮ key status

অযোধ্যায় আলিয়া ভট্ট, রণবীর কপূর

বলিউড অভিনেত্রী আলিয়া ভট্ট এবং রণবীর কপূরও অযোধ্যায় পৌঁছেছেন।

অযোধ্যায় রণবীর কপূর এবং আলিয়া ভট্ট।

অযোধ্যায় রণবীর কপূর এবং আলিয়া ভট্ট।

timer শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২৪ ১১:৩৫ key status

যোগীরাজ্যের ভূয়সী প্রশংসায় কঙ্গনা রানাউত

বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত অযোধ্যায় পৌঁছে গিয়েছেন। যোগীরাজ্য উত্তরপ্রদেশের ভূয়সী প্রশংসা করেন তিনি। তিনি জানান, যোগী আদিত্যনাথের আমলে অযোধ্যার প্রভূত উন্নতি হয়েছে।

timer শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২৪ ১১:৩৩ key status

অনুরাধা পড়োয়ালের ভজন

রামমন্দিরে ভজন গাইলেন অনুরাধা পড়োয়াল। সোনু নিগমের পরেই মঞ্চে ওঠেন তিনি।

timer শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২৪ ১১:২০ key status

সোনু নিগমের ভজন

অযোধ্যার রামমন্দির চত্বরে ভজন গাইলেন সোনু নিগম। রামসীতার ভজন গেয়েছেন তিনি। শ্রোতার আসনে রয়েছেন সাধুসন্তেরা। 

অযোধ্যায় রামমন্দির উদ্বোধনের সরাসরি সম্প্রচার।

timer শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২৪ ১০:৫২ key status

অযোধ্যায় প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অযোধ্যায় পৌঁছে গিয়েছেন। হেলিকপ্টারে করে রামমন্দিরে যাওয়ার কথা তাঁর। উদ্বোধন অনুষ্ঠানের মূল আকর্ষণ মোদীই। তাঁর হাতেই রামলালার বিগ্রহে ‘প্রাণপ্রতিষ্ঠা’ হতে চলেছে।

timer শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২৪ ১০:৫০ key status

অযোধ্যায় পৌঁছলেন যোগী আদিত্যনাথ

অযোধ্যায় সোমবার সকাল সকাল পৌঁছে গিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

timer শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২৪ ১০:৪৫ key status

তারকা সমাগম অযোধ্যায়

তেলুগু চলচ্চিত্র তারকা চিরঞ্জীবি এবং রাম চরণ অযোধ্যায় পৌঁছেছেন। রামমন্দির উদ্বোধন নিয়ে আবেগঘন হয়ে পড়েন অভিনেতা মনোজ যোশী। পৌঁছেছেন পরিচালক রাজকুমার হিরানি, অভিনেতা জ্যাকি শ্রফ।

timer শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২৪ ১০:৩৯ key status

ব্রিটেন থেকে সাধ্বীরা অযোধ্যায়

রামমন্দিরের উদ্বোধন উপলক্ষে দেশের বিভিন্ন রাজ্য থেকে সাধু-সাধ্বীরা উপস্থিত হয়েছেন অযোধ্যায়। ভক্তদের আগমন হয়েছে বিদেশ থেকেও। তার মধ্যেই রয়েছে ব্রিটেন থেকে আগত সাধ্বীদের দল। গেরুয়া বস্ত্র পরিহিতা ওই সাধ্বীরা এসেছেন লন্ডন থেকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement
Advertisement

Share this article

CLOSE