Advertisement
২৩ এপ্রিল ২০২৪
National News

কলকাতায় নয়, দেশে সবচেয়ে সস্তায় নাকি থাকা যায় বেঙ্গালুরুতে!

দেশের মধ্যে সবচেয়ে সস্তায় কোন শহরে বসবাস করা যায় বলুন তো? কলকাতার অনেকেই একবাক্য এ শহরের নাম জানাবেন। কিন্তু, তা নয়। অবাক হলেও জেনে রাখুন, সে শহর হল বেঙ্গালুরু। এমনটাই দাবি করছে ব্রিটিশ সংস্থা ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (ইআইইউ)এক রিপোর্ট।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২২ মার্চ ২০১৭ ১৯:২৮
Share: Save:
০১ ০৭
ভারতের চারটি শহর এই তালিকার প্রথম দশে জায়গা করে নিয়েছে।<br>
বেঙ্গালুরু তিনে, চেন্নাই ছয়ে, মুম্বই সাতে এবং নয়াদিল্লি রয়েছে দশ নম্বর স্থানে।

ভারতের চারটি শহর এই তালিকার প্রথম দশে জায়গা করে নিয়েছে।<br> বেঙ্গালুরু তিনে, চেন্নাই ছয়ে, মুম্বই সাতে এবং নয়াদিল্লি রয়েছে দশ নম্বর স্থানে।

০২ ০৭
বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর হল সিঙ্গাপুর। এই নিয়ে<br>
টানা চার বার তালিকায় একই স্থানে রয়েছে এ শহর।

বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর হল সিঙ্গাপুর। এই নিয়ে<br> টানা চার বার তালিকায় একই স্থানে রয়েছে এ শহর।

০৩ ০৭
সিঙ্গাপুরের পর বিশ্বের দ্বিতীয় ব্যয়বহুল শহর হল হংকং।<br>
তিন নম্বরে জায়গা করে নিয়েছে জুরিখ।

সিঙ্গাপুরের পর বিশ্বের দ্বিতীয় ব্যয়বহুল শহর হল হংকং।<br> তিন নম্বরে জায়গা করে নিয়েছে জুরিখ।

০৪ ০৭
বসবাসের নিরিখে কাজাখস্তানের আলমাটি হল দুনিয়ার<br>
সবচেয়ে সস্তা শহর। এমনটাই দাবি ইআইইউ-এর এই রিপোর্টে।

বসবাসের নিরিখে কাজাখস্তানের আলমাটি হল দুনিয়ার<br> সবচেয়ে সস্তা শহর। এমনটাই দাবি ইআইইউ-এর এই রিপোর্টে।

০৫ ০৭
সস্তায় বসবাসের জন্য করাচি রয়েছে চার নম্বরে। কিয়েভ রয়েছে<br>
আটে এবং বুখারেস্টের জায়গা হয়েছে ন’নম্বরে।

সস্তায় বসবাসের জন্য করাচি রয়েছে চার নম্বরে। কিয়েভ রয়েছে<br> আটে এবং বুখারেস্টের জায়গা হয়েছে ন’নম্বরে।

০৬ ০৭
রিপোর্টে একটা মজার তথ্য উঠে এসেছে। এশিয়াতে একই সঙ্গে রয়েছে সবচেয়ে ব্যয়বহুল শহর।<br>
পাশাপাশি এখানে রয়েছে বেশ কয়েকটি এমন শহর যেখানে খুবই সস্তায় বসবাস করা যায়।

রিপোর্টে একটা মজার তথ্য উঠে এসেছে। এশিয়াতে একই সঙ্গে রয়েছে সবচেয়ে ব্যয়বহুল শহর।<br> পাশাপাশি এখানে রয়েছে বেশ কয়েকটি এমন শহর যেখানে খুবই সস্তায় বসবাস করা যায়।

০৭ ০৭
সবচেয়ে ব্যয়বহুল শহরের তালিকায় প্রথম দশে রয়েছে টোকিও (চার নম্বরে), ওসাকা (পাঁচ),<br>
সোল (ছয়), জেনিভা (সাত), প্যারিস (আট), নিউ ইয়র্ক (নয়) এবং কোপেনহাগেন (দশ)।

সবচেয়ে ব্যয়বহুল শহরের তালিকায় প্রথম দশে রয়েছে টোকিও (চার নম্বরে), ওসাকা (পাঁচ),<br> সোল (ছয়), জেনিভা (সাত), প্যারিস (আট), নিউ ইয়র্ক (নয়) এবং কোপেনহাগেন (দশ)।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE