Advertisement
E-Paper

হিম্মত দেখিয়ে বাঘের পিঠে মোদী, নীতীশ-বাক্যে উস্কে উঠল জোর জল্পনা

এ যেন উলাট পুরাণ। নোট বাতিল নিয়ে যখন বিরোধীরা সরব, মোদীকে সমর্থন করে তাঁর পাশে দাঁড়ালেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। শুধু তাই নয়, মোদীর এই সিদ্ধান্তকে ‘হিম্মত নিয়ে বাঘের পিঠে চড়া’র সঙ্গে তুলনা করলেন তিনি।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২১ নভেম্বর ২০১৬ ১৭:৫১
ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

এ যেন উলাট পুরাণ। নোট বাতিল নিয়ে যখন বিরোধীরা সরব, মোদীকে সমর্থন করে তাঁর পাশে দাঁড়ালেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। শুধু তাই নয়, মোদীর এই সিদ্ধান্তকে ‘হিম্মত নিয়ে বাঘের পিঠে চড়া’র সঙ্গে তুলনা করলেন তিনি। এই সিদ্ধান্তের কারণে সহযোগী দলগুলির সঙ্গে বিজেপির সম্পর্ক খারাপ হতে পারে বলেও মনে করেন নীতীশ। নীতীশের ভাষায়, “প্রধানমন্ত্রী মোদী এখন বাঘের পিঠে চড়ে বসেছে যা তাঁর জোটের ক্ষতি করতে পারে, কিন্তু তাঁর পদক্ষেপের পক্ষে বড়সড় সমর্থন আছে এবং সেটাকে আমাদের সম্মান জানানো উচিত।”

নীতীশের এই ইউটার্ন নিয়ে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই নানা জল্পনা শুরু হয়ে গিয়েছে। যে নীতীশ কুমারের মুখে মোদীর সমালোচনা ছাড়া কিছু শোনা যেত না, মোদীকে প্রধানমন্ত্রী প্রার্থী করার বিরুদ্ধে দাঁড়িয়ে যিনি দলকে এনডিএ থেকে বের করে এনেছিলেন, সেই নীতীশই কিনা এখন মোদীর গান গাইছেন! তাঁদের নেতার এই মোদীবন্দনায় রীতিমতো অস্বস্তিতে জেডিইউ-এর কর্মী-সমর্থকরা। তবে সেই অস্বস্তিকে সামলে তাঁদের মত, মানুষের হয়রানি নিয়ে চুপ থাকবেন না নীতীশজি। রবিবারেই কর্মী-সমর্থকদের আশ্বস্ত করে নীতীশ বলেছিলেন, “মানুষের ভোগান্তি নিয়ে দল নিজেদের অবস্থান থেকে পিছু হঠবে না।”

গত ৮ নভেম্বর ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের ঘোষণা করার পর থেকেই মোদীকে তীব্র আক্রমণ করে চলেছেন বিরোধী নেতারা। দিল্লিতে কেজরীবাল, পশ্চিমবঙ্গে মমতা থেকে শুরু করে মায়াবতী— সকলেই একযোগে আওয়াজ তোলেন মোদীর এই সিদ্ধান্তের বিরুদ্ধে। সমস্ত বিরোধী দলগুলিকে এককাট্টা করার চেষ্টা করছেন মমতা-কেজরীবাল। সেই জোটবদ্ধ বিরোধিতায় সামিল হয়েছে এনডিএ শরিক শিবসেনা পর্যন্ত। কাউকে পেয়েছেন, কেউ এই সিদ্ধান্ত নিয়ে নীরব থেকেছে।

ঠিক এই অবস্থায় দাঁড়িয়ে কট্টর মোদী বিরোধী বলে পরিচিত বিহারের মুখ্যমন্ত্রীর গলায় মোদীর প্রশংসা ঘিরে রীতিমতো জল্পনা শুরু হয়ে গেছে রাজনৈতিক মহলে। প্রচ্ছন্ন ভাবে বা চুপ থেকে অনেকেই সমর্থন জানিয়েছে নোট বাতিলের সিদ্ধান্তকে। নীতীশ কোনও রাখঢাক না রেখে সরাসরি সমর্থন করে দিলেন মোদীকে।

আরও খবর...

দিল্লির চিত্তরঞ্জন পার্কে শিশুদের জন্য বইমেলা

Nitish Kumar Modi demonetization
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy