দিল্লির বিধানসভা নির্বাচনের জন্য চতুর্থ প্রার্থিতালিকা প্রকাশ করল বিজেপি। চতুর্থ তালিকায় ৯ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। এই নিয়ে ৭০টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ৬৮টি আসনে প্রার্থী ঘোষণা করল বিজেপি। বাকি রয়েছে বুরারি এবং দেওলি বিধানসভা কেন্দ্র। বিজেপি সূত্রে খবর, ওই দু’টি আসন শরিকদের জন্য ছেড়ে রাখা হচ্ছে। বৃহস্পতিবারই বুরারিতে প্রার্থী দিয়েছে নীতীশ কুমারের জেডিইউ।
দিল্লির আম আদমি পার্টি (আপ) সরকারের মন্ত্রী সৌরভ ভরদ্বাজের বিরুদ্ধে গ্রেটার কৈলাস বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে শিখা রাইকে। বাবরপুরে আপ নেতা গোপাল রাইয়ের বিরুদ্ধে বিজেপির হয়ে লড়বেন অনিল বশিষ্ঠ। বিজেপির চতুর্থ প্রার্থিতালিকায় বেশ কয়েক জন বর্তমান এবং প্রাক্তন কাউন্সিলরকে টিকিট দেওয়া হয়েছে। যেমন শিখা গ্রেটার কৈলাস ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর। সঙ্গম বিহারে ওয়ার্ডের কাউন্সিলর চন্দনকুমার চৌধরিকে প্রার্থী করা হয়েছে সঙ্গম বিহার বিধানসভা কেন্দ্র থেকে। ওয়াজ়িরপুর থেকে প্রার্থী করা হয়েছে অশোক বিহার ওয়ার্ডের কাউন্সিলর পুনম শর্মাকে।
এর আগে গত রবিবার তৃতীয় প্রার্থিতালিকা প্রকাশ করেছিল বিজেপি। তাতে এক জন প্রার্থীই নাম ছিল। কারওয়াল নগরের বর্তমান বিধায়ক মোহন সিংহ বিস্তকে প্রার্থী করা হয়েছে মুস্তফাবাদ বিধানসভা কেন্দ্র থেকে। আগামী ৫ ফেব্রুয়ারি এক দফাতেই নির্বাচন হতে চলেছে দিল্লির ৭০টি বিধানসভা কেন্দ্রে। ফল ঘোষণা হবে আগামী ৮ ফেব্রুয়ারি।
আরও পড়ুন:
কংগ্রেসের তরফেও বৃহস্পতিবার চূড়ান্ত প্রার্থিতালিকা প্রকাশ করা হয়েছে। কংগ্রেস এবং আপ উভয়েই ৭০টি আসনেই নিজেদের প্রার্থী ঘোষণা করে ফেলেছে। ২০১৫ এবং ২০২০ সালের বিধানসভা ভোটে ৫০ শতাংশেরও বেশি ভোট পেয়েছিল আপ। ২০১৫ সালে ৬৭টি আসন এবং ২০২০ সালে ৬২টি আসন জেতে তারা। গত বারের ভোটে বিজেপি মাত্র আটটি আসন জিততে পেরেছিল। তবে প্রায় ৩৮.৫ শতাংশ ভোট পেয়েছিল তারা। এই অবস্থায় ফেব্রুয়ারির নির্বাচনে নিজেদের পূর্ণশক্তি ব্যবহার করতে চাইছে বিজেপি শিবির।