Advertisement
০৪ মে ২০২৪

পটনার রাস্তায় স্থানীয় বিজেপি নেতা খুন

সাত সকালে পটনা শহরের কদমকুঁয়া থানা এলাকায় এক বিজেপি নেতাকে প্রকাশ্য রাস্তায় গুলি করে খুন করল দুষ্কৃতীরা। তার জেরে বিহার বিধানসভার অধিবেশন স্তব্ধ করে দিল বিরোধী বিজেপি বিধায়করা। হত বিজেপি নেতার বাড়িতে যান কেন্দ্রীয় মন্ত্রী অনন্ত কুমার, সাংসদ ভুপেন্দ্র যাদব, রাজ্য সভাপতি মঙ্গল পাণ্ডে-সহ বিভিন্ন নেতা।

সিসিটিভি ক্যামেরায় খুনের দৃশ্য। ছবি: সৌজন্যে পটনা পুলিশ।

সিসিটিভি ক্যামেরায় খুনের দৃশ্য। ছবি: সৌজন্যে পটনা পুলিশ।

নিজস্ব সংবাদদাতা
পটনা শেষ আপডেট: ০৭ অগস্ট ২০১৫ ০২:৩৯
Share: Save:

সাত সকালে পটনা শহরের কদমকুঁয়া থানা এলাকায় এক বিজেপি নেতাকে প্রকাশ্য রাস্তায় গুলি করে খুন করল দুষ্কৃতীরা। তার জেরে বিহার বিধানসভার অধিবেশন স্তব্ধ করে দিল বিরোধী বিজেপি বিধায়করা। হত বিজেপি নেতার বাড়িতে যান কেন্দ্রীয় মন্ত্রী অনন্ত কুমার, সাংসদ ভুপেন্দ্র যাদব, রাজ্য সভাপতি মঙ্গল পাণ্ডে-সহ বিভিন্ন নেতা।

নিহতের নাম অবিনাশ কুমার। পুলিশের সন্দেহ, ভাড়াটে খুনি লাগিয়েই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। অবিনাশের মৃত্যুর খবর ছড়াতেই বিজেপি কর্মী-সমর্থকরা শহরের বিভিন্ন এলাকায় রাস্তা অবরোধ শুরু করে। ঘটনাস্থলে পৌঁছন পটনার এসএসপি বিকাশ বৈভব। উদ্ধার হয় সংশ্লিষ্ট রাস্তায় লাগানো ক্লোজ্ড সার্কিট ক্যামেরার ফুটেজও। পুলিশ দু’জনকে আটক করে জেরা শুরু করেছে।

আসন্ন বিধানসভা ভোট নিয়ে পর্যালোচনার জন্য কাল পটনায় আসছেন মুখ্য নির্বাচন কমিশনার নাসিম জাইদি। তার আগে পটনার এই ঘটনায় রাজনৈতিক রঙ লেগেছে। ভোটের আগে এই ঘটনার তদন্তে পুলিশ ২৫ সদস্যের বিশেষ দল তৈরি করেছে। পটনার ডিএসপি রমাকান্ত দলটির নেতৃত্ব দেবেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

BJP Patna bihar assembly
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE