বিমানবন্দরে বোমা রাখা আছে। প্ল্যান ‘এ’ ভেস্তে গেলেই প্ল্যান ‘বি’ প্রয়োগ করা হবে। বিমানবন্দরকে বোমায় উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে এমনই একটি ইমেল ঘিরে হুলস্থুল পড়ে যায়। বুধবার গভীর রাতে বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে ওই হুমকি মেল আসে। তার পরই তাঁরা পুলিশে খবর দেন।
পুলিশ সূত্রে খবর, ইমেলে হুমকি দেওয়া হয়েছে, বিমানবন্দরে দু’টি বোমা শক্তিশালী বোমা রাখা আছে। যে কোনও মুহূর্তেই সেগুলি বিস্ফোরণ ঘটানো হতে পারে। ইমেলে আরও দাবি করা হয়েছে, বিমানবন্দরের ভিতরে একটি শৌচালয়ের পাইপে রাখা আছে। এই খবর পেয়েই নিরাপত্তা আঁটসাঁট করা হয় বিমানবন্দরের। তন্ন তন্ন করে তল্লাশি চালানো হয়। কিন্তু সন্দেহজনক কিছু পাওয়া যায়নি বলে পুলিশ সূত্রে খবর। তবে কোথা থেকে এই ইমেল এসেছে সেটির আইপি অ্যাড্রেস চিহ্নিত করে অভিযুক্তদের ধরার চেষ্টা করা হচ্ছে।
বুধবারই হায়দরাবাদের বেগমপেট বিমানবন্দরে বোমাতঙ্ক ছড়ায়। পুলিশ সূত্রে খবর, অজ্ঞাতপরিচয় কিছু ব্যক্তি ইমেল মারফত বোমা সংক্রান্ত তথ্য পাঠান। ওই তথ্য পাওয়া মাত্রই বিমানবন্দরে তল্লাশি অভিযানে নামে পুলিশ। বম্ব স্কোয়াডও পৌঁছে তল্লাশি চালায় বিমানবন্দরে। বেগমপেটের সহকারী পুলিশ কমিশনার জানান, বুধবার সকালেই ওই হুমকি ইমেল আসে। তার পর থেকে বিমানবন্দর এবং আশপাশের চত্বরে তল্লাশি চালানো হয়। কিন্তু সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।
প্রসঙ্গত, গত বছরের অক্টোবরে দেশের বিভিন্ন বিমানে বোমা থাকার ভুয়ো তথ্য ছড়িয়েছিল। দু’সপ্তাহে প্রায় ৪০০টিরও বেশি বিমানে বোমাতঙ্ক ছড়িয়েছিল। ওই ভুয়ো তথ্যের জেরে অন্তর্দেশীয় এবং আন্তর্জাতিক উভয় ধরনের বিমান পরিষেবাই প্রভাবিত হয়েছিল। কোনওটি দেরিতে রওনা দিয়েছে। কোনওটির যাত্রাপথ বদল করে অন্য কোথাও জরুরি অবতরণ করাতে হয়েছে। ওই সময় কলকাতা বিমানবন্দরেও বোমা থাকার ভুয়ো তথ্য ছড়িয়ে পড়েছিল। পর পর ওই ঘটনাগুলির জেরে কড়া পদক্ষেপের চিন্তাভাবনাও শুরু করেছে কেন্দ্র।