Advertisement
১৬ এপ্রিল ২০২৪
PUBG

ভারতে নিষিদ্ধ হতে পারে পাবজি গেম

সেই গেমকেই নিষিদ্ধ করার জন্য কেন্দ্রীয় সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিল বম্বে হাইকোর্ট।

ভারতে নিষিদ্ধ হতে পারে পাবজি গেম। ছবি : শাটারস্টক।

ভারতে নিষিদ্ধ হতে পারে পাবজি গেম। ছবি : শাটারস্টক।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০১৯ ১১:৩৮
Share: Save:

পাবজি এই মুহুর্তে নেট দুনিয়ার সবথেকে জনপ্রিয় গেম। কিন্তু সেই গেমকেই নিষিদ্ধ করার জন্য কেন্দ্রীয় সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিল বম্বে হাইকোর্ট। একটি জনস্বার্থ মামলার প্রেক্ষিতে এই নির্দেশ দিয়েছে মুম্বইয়ের উচ্চ আদালত।

মুম্বইয়ের ১১ বছরের আহাদ নিজাম তাঁর মায়ের মাধ্যমে বম্বে হাইকোর্টে পাবজি গেমকে নিষিদ্ধ করার জন্য আবেদন জানায়। সেই আবেদনে বলা হয়, পাবজি গেম হিংসা, আগ্রাসন ও সাইবার বুলিংয়ে উৎসাহ দেয়। তাই এই মোবাইল গেম বন্ধ হওয়া দরকার। সেই আবেদনের প্রেক্ষিতেই পাবজিকে ভারতে নিষিদ্ধ করার বিষয়টি কেন্দ্রীয় সরকারকে খতিয়ে দেখতে বলে আদালত।

সম্প্রতি একই কারণে ভারতের প্রতিবেশী দেশ নেপালে নিষিদ্ধ হয়েছে এই মোবাইল গেম। মাসখানেক আগে গুজরাতের বিভিন্ন শহরে নিষিদ্ধ করা হয় পাবজি গেম। কিন্তু সেই নিষেধাজ্ঞার বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয় ইন্টারনেট ফ্রিডম ফাউন্ডেশন বা আইএফএফ। সেই মামলার শুনানি আগামী দু’সপ্তাহের মধ্যেই হওয়ার কথা।

আরও পড়ুন: ‘ঐতিহ্য’! লড়াইয়ে টান পড়ছে পেটে

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

PUBG Game Bombay High Court Mobile game Tech
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE