Advertisement
৩০ এপ্রিল ২০২৪

জনসংখ্যা দিবসের অনুষ্ঠান কাছাড়ে

এক দিকে জন্ম নিয়ন্ত্রণে গুরুত্ব দেওয়া চাই, অন্য দিকে যাদের এই পৃথিবীতে আনা হচ্ছে তাদের জন্য চাই ভালভাবে বাঁচার ব্যবস্থা— এ কথা জানিয়ে আজ বিশ্ব জনসংখ্যা দিবসে পরিবার পরিকল্পনা ও ডায়েরিয়া নিয়ন্ত্রণের বিভিন্ন কর্মসূচি ঘোষণা করলেন কাছাড়ের জেলাশাসক এস বিশ্বনাথন।

নিজস্ব সংবাদদাতা
শিলচর শেষ আপডেট: ১২ জুলাই ২০১৬ ০২:৪৯
Share: Save:

এক দিকে জন্ম নিয়ন্ত্রণে গুরুত্ব দেওয়া চাই, অন্য দিকে যাদের এই পৃথিবীতে আনা হচ্ছে তাদের জন্য চাই ভালভাবে বাঁচার ব্যবস্থা— এ কথা জানিয়ে আজ বিশ্ব জনসংখ্যা দিবসে পরিবার পরিকল্পনা ও ডায়েরিয়া নিয়ন্ত্রণের বিভিন্ন কর্মসূচি ঘোষণা করলেন কাছাড়ের জেলাশাসক এস বিশ্বনাথন। তিনি জানান, ২৪ জুলাই পর্যন্ত জেলার প্রতিটি সরকারি হাসপাতাল ও কিছু নির্বাচিত অঙ্গনওয়াড়িতে বিশেষ কার্যসূচি চলবে। বিশ্ব জনসংখ্যা দিবস ও ডায়েরিয়া নিয়ন্ত্রণ পক্ষের জেলা পর্যায়ের অনুষ্ঠানের উদ্বোধন করে তিনি শিলচর সিভিল হাসপাতালে একটি ডায়েরিয়া নিয়ন্ত্রণ কক্ষের উদ্বোধন করেন। স্বাস্থ্য বিভাগের যুগ্ম অধিকর্তা সুদীপজ্যোতি দাস ১৫ দিনের এই বিশেষ কর্মসূচির সুবিধা নিতে সাধারণ জনতাকে আহ্বান জানান। ডায়েরিয়া নিয়ন্ত্রণে জেলার ২৯টি হাসপাতাল এবং ২৭২টি উপ-স্বাস্থ্যকেন্দ্রের প্রতিটিতে বিশেষ কক্ষ খোলা হয়েছে বলে জানান তিনি।

অনুষ্ঠানে প্রাসঙ্গিক বক্তৃতা করেন জেলা সার্ভেল্যান্স অফিসার অজিত ভট্টাচার্য, পি কে রায়, এস কে রায়, আশুতোষ বর্মন, সুমন চৌধুরী।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

World Population Day Cachar
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE