‘কার্বাইড গানে’ অন্তত ৩০০ শিশু জখম হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পরে নড়েচড়ে বসল মধ্যপ্রদেশ সরকার। দীপাবলি উপলক্ষে এ বছর রাজ্যের বাজার ছেয়ে যাওয়া এই ঘরোয়া বন্দুক-বাজি তৈরি, বেচাকেনা ও মজুত করার উপরে কড়া নিষেধাজ্ঞা জারি করল সরকার।
‘কার্বাইড গান’ বিস্ফোরণে ইতিমধ্যে পাকাপাকি ভাবে দৃষ্টিশক্তি হারিয়েছে ১৪টি শিশু। অনেকের চোখে জরুরি অস্ত্রোপচার করতে হয়েছে। প্লাস্টিক, টিন বা লোহার পাইপে ক্যালসিয়াম কার্বাইড ভরে তাতে জল ফেলে ঝাঁকালেই বেজায় শব্দে বিস্ফোরণ ঘটছে। তারই নাম কার্বাইড গান। বিস্ফোরণের তীব্রতা বাড়াতে অনেক সময় পাইপে মেশানো হচ্ছে বারুদ, ধাতব টুকরো প্রভৃতি। দীপাবলিতে মাত্র ১৫০ থেকে ২০০ টাকায় দেদার বিকিয়েছে সেই বাজি। তবে একের পর এক ওই বিস্ফোরণের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে।
গত ১৮ অক্টোবর বিদিশা জেলায় ‘কার্বাইড গানে’ স্থানীয় ভাবে নিষেধাজ্ঞা জারি করা হয়। পরে সেই পথে হাঁটে গ্বালিয়র, ভোপালও। এ বার রাজ্য জুড়ে নিষেধাজ্ঞা জারি করল সরকার। পুলিশ জানিয়েছে, নির্দেশ না মানলেই এফআইআর দায়ের করা হবে অভিযুক্তের বিরুদ্ধে।
মধ্যপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী রাজেন্দ্র শুক্ল বলেছেন, ‘‘চোখে আঘাত নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া শিশুদের অবস্থার উপরে নজর রাখা হচ্ছে। চূড়ান্ত রিপোর্টের অপেক্ষায় রয়েছি। পাইপে ভরা বিস্ফোরক বিক্রি ঠেকাতে ইতিমধ্যে নির্দেশিকা জারি করা হয়েছে। তার পরেও যারা ওই বাজি বানাচ্ছে এবং বাজারে সরবরাহ করছে, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)