Advertisement
০৩ মে ২০২৪

বাধা নেতা-কর্তাদের

মামলা বন্ধ করার জন্য গোড়ায় হুমকির মুখে পড়েছিলেন। ভক্তরা তো বটেই, মামলা বন্ধ করতে চাপ দিয়েছিলেন রাজনৈতিক নেতারা, এমনকী ঊর্ধ্বতন কর্তারাও। মুলিনজা নারায়ণ নিজেই আজ সংবাদমাধ্যমকে জানিয়েছেন এ কথা।

সতর্ক: ডেরা-সমর্থকদের ব্যাগ তল্লাশি। শনিবার সিরসায়। ছবি: পিটিআই।

সতর্ক: ডেরা-সমর্থকদের ব্যাগ তল্লাশি। শনিবার সিরসায়। ছবি: পিটিআই।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৭ অগস্ট ২০১৭ ০৩:৪৬
Share: Save:

ডেরা সচ্চা সৌদার প্রধান গুরমিত রাম রহিম সিংহের বিরুদ্ধে জোড়া ধর্ষণ মামলায় সিবিআইয়ের তদন্তকারী অফিসার ছিলেন তিনি। মামলা বন্ধ করার জন্য গোড়ায় হুমকির মুখে পড়েছিলেন। ভক্তরা তো বটেই, মামলা বন্ধ করতে চাপ দিয়েছিলেন রাজনৈতিক নেতারা, এমনকী ঊর্ধ্বতন কর্তারাও। মুলিনজা নারায়ণ নিজেই আজ সংবাদমাধ্যমকে জানিয়েছেন এ কথা।

সিবিআইয়ের এই অবসরপ্রাপ্ত ডিআই়জির কথায়, ‘‘২০০৭-এ যে দিন এই মামলার তদন্তভার হাতে পাই, সেই দিনই ঊর্ধ্বতন এক কর্তা এসে মামলাটি বন্ধ করে দিতে বলেছিলেন। আমি আমার ওপরওয়ালার নির্দেশ মানিনি। আমি তাঁকে স্পষ্ট জানিয়ে দিয়েছিলাম, তদন্ত চলবে।’’ গুরমিতকে বাঁচানোর চেষ্টা করেছিলেন রাজনৈতিক নেতারাও। নারায়ণ বলেন, ‘‘মামলাটি বন্ধ করতে হরিয়ানার বহু সাংসদ, নেতা আমাকে ফোন করেছিলেন।’’ হুমকি দিয়েছিলেন ভক্ত এবং সমর্থকেরাও।

এমন প্রভাবশালী অভিযুক্তকে জেরা করাও ছিল বেশ কঠিন কাজ। সে কাজেও পিছপা হননি নারায়ণ। তারই পরিণতি গত কালের রায়। মামলাটির এফআইআর দায়ের হয়েছিল ২০০২-সালে। পাঁচ বছরে তদন্ত একটুও এগোয়নি। এর পরে হাইকোর্ট নির্দেশ দেয়, এমন কোনও সিবিআই কর্তার হাতে এই তদন্তভার দেওয়া হোক, যাঁকে কোনও কিছুই প্রভাবিত করতে পারবে না। এর পরে হাইকোর্টের নির্দেশে মামলাটি নারায়ণের হাতে আসে। সেই নির্দেশের মর্যাদা রাখতে পেরে স্বাভাবিক ভাবেই তৃপ্ত তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE