আবাস যোজনা ও রেশনে ‘দুর্নীতি’র প্রতিবাদে এবং পানীয় জলের সমস্যা নিয়ে বাঁশবেড়িয়া পুরসভার সামনে বৃহস্পতিবার বিক্ষোভ দেখাল বিজেপি।
‘পুরসভা চলো’ নামে ওই কর্মসূচিতে ত্রিবেণী থেকে বিজেপি কর্মী-সমর্থকেরা মিছিল করে পুরসভার সামনে এসে জড়ো হন। পুরসভায় ঢুকতে গেলে পুলিশ তাঁদের বাধা দেয়। পুরসভার গেটের সামনে তাঁরা বসে পড়েন। আধ ঘণ্টা পরে পুরপ্রধান আদিত্য নিয়োগী বিক্ষোভকারীদের পাঁচ প্রতিনিধির সঙ্গে কথা বলবেন বলে জানান। বিজেপির হুগলি সাংগঠনিক জেলা সম্পাদক সুরেশ সাউয়ের নেতৃত্বে পাঁচ জন পুরপ্রধানের অফিসে ঢুকে স্মারকলিপি জমা দেন।
সুরেশ বলেন, ‘‘তিনটি বিষয়েই আলোচনা হয়েছে। কয়েকটি জায়গায় পানীয় জলের সমস্যা রয়েছে। সেই সব এলাকায় দ্রুত পানীয় জলের সংযোগ চেয়েছি। প্রধানমন্ত্রী আবাস যোজনার নামে যারা গরিব মানুষদের কাছ থেকে টাকা নিয়েছে, তার তালিকা এবং রেশন বণ্টন কী ভাবে হচ্ছে, তার হিসাবও চাওয়া হয়েছে।’’
পুরপ্রধান বলেন, ‘‘১৮ নম্বর ওয়ার্ডের কিছু জায়গায় পানীয় জলের সমস্যা ছিল। সমাধান করেছি। কয়েক দিন আগে পানীয় জলের সংযোগ দিয়েছি। বিক্ষোভকারীদের অন্য দাব খতিয়ে দেখব বলে জানিয়েছি।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)