Advertisement
০৪ ডিসেম্বর ২০২২
isha mabani

হাজির হিলারি, লক্ষ্মী মিত্তল, সচিন... ঈশার প্রি ওয়েডিংয়েই উদয়পুরে ওঠানামা শতাধিক বিমানের

মুকেশ অম্বানীর মেয়ের বিয়ে যেন চাঁদের হাট। হিলারি ক্লিনটন থেকে প্রিয়ঙ্কা চোপড়া, কর্ণ জোহর থেকে মহেন্দ্র সিংহ ধোনি প্রত্যেকেই হাজির ঈশা ও আনন্দ পিরামলকে শুভেচ্ছা জানাতে।

সংবাদ সংস্থা
উদয়পুর শেষ আপডেট: ০৯ ডিসেম্বর ২০১৮ ০৯:৪৯
Share: Save:
০১ ১৫
মুকেশ অম্বানীর মেয়ের বিয়ে যেন চাঁদের হাট। হিলারি ক্লিনটন থেকে প্রিয়ঙ্কা চোপড়া, কর্ণ জোহর থেকে মহেন্দ্র সিংহ ধোনি প্রত্যেকেই হাজির ঈশা ও আনন্দ পিরামলকে শুভেচ্ছা জানাতে।

মুকেশ অম্বানীর মেয়ের বিয়ে যেন চাঁদের হাট। হিলারি ক্লিনটন থেকে প্রিয়ঙ্কা চোপড়া, কর্ণ জোহর থেকে মহেন্দ্র সিংহ ধোনি প্রত্যেকেই হাজির ঈশা ও আনন্দ পিরামলকে শুভেচ্ছা জানাতে।

০২ ১৫
মুকেশের সঙ্গে অতিথিদের অ্যাপায়ন করেন ঈশার কাকা অনিল অম্বানীও। সংগীত সেরেমনিতেও অংশ নেন তিনি। সংগীত সেরেমনিতে নীতা অম্বানী, অনন্ত ও আকাশ পারফর্ম করেন ‘মাহি বে’-র সঙ্গে। মুকেশ ও ঈশা আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন ‘কাল হো না হো’-র একটি গানে পারফরম্যান্সের সময়।

মুকেশের সঙ্গে অতিথিদের অ্যাপায়ন করেন ঈশার কাকা অনিল অম্বানীও। সংগীত সেরেমনিতেও অংশ নেন তিনি। সংগীত সেরেমনিতে নীতা অম্বানী, অনন্ত ও আকাশ পারফর্ম করেন ‘মাহি বে’-র সঙ্গে। মুকেশ ও ঈশা আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন ‘কাল হো না হো’-র একটি গানে পারফরম্যান্সের সময়।

০৩ ১৫
হিলারি ক্লিনটনকে অভ্যর্থনা জানান মুকেশ ও নীতা অম্বানী স্বয়ং। হিলারির পরনে ছিল ভারতীয় কুর্তা ও লিনেনের প্যান্ট।

হিলারি ক্লিনটনকে অভ্যর্থনা জানান মুকেশ ও নীতা অম্বানী স্বয়ং। হিলারির পরনে ছিল ভারতীয় কুর্তা ও লিনেনের প্যান্ট।

০৪ ১৫
ঈশার সঙ্গে ইনস্টাগ্রামে একটি সেলফি পোস্ট করেছেন ডিজাইনার মণীশ মলহোত্রও। তাঁর পোশাকের বিশেষ প্রদর্শনীও রয়েছে এখানে। এছাড়াও ওয়েডিং ডেকরের পুরো দায়িত্বই তাঁর।

ঈশার সঙ্গে ইনস্টাগ্রামে একটি সেলফি পোস্ট করেছেন ডিজাইনার মণীশ মলহোত্রও। তাঁর পোশাকের বিশেষ প্রদর্শনীও রয়েছে এখানে। এছাড়াও ওয়েডিং ডেকরের পুরো দায়িত্বই তাঁর।

০৫ ১৫
উদয়পুর বিমানবন্দরে ১০০টি বিমান ওঠানামা করেছে শনিবার। রবিবারেও তেমনটাই হওয়ার কথা। সকালেই পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা দিয়েছিলেন ঐশ্বর্যা রাই, অভিষেক বচ্চনরা। রবিবার সন্ধেয় আসার কথা বিগ বি-র।

উদয়পুর বিমানবন্দরে ১০০টি বিমান ওঠানামা করেছে শনিবার। রবিবারেও তেমনটাই হওয়ার কথা। সকালেই পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা দিয়েছিলেন ঐশ্বর্যা রাই, অভিষেক বচ্চনরা। রবিবার সন্ধেয় আসার কথা বিগ বি-র।

০৬ ১৫
উপস্থিত ছিলেন মহেন্দ্র সিংহ ধোনি, তাঁর স্ত্রী সাক্ষী ও মেয়ে জিভা। ছিলেন করিশ্মা কপূর, বরুণ ধওয়ন, আমির খান, কিরণ রাও, অক্ষয় কুমার, বনি কপূর, জাহ্নবী কপূররাও। ফাল্গুনী শেনের পিকক লেহেঙ্গা পরা ছবিটি সাক্ষী পোস্ট করেছিলেন। সেটি প্রশংসা কুড়িয়েছেন নেট দুনিয়ায়।

উপস্থিত ছিলেন মহেন্দ্র সিংহ ধোনি, তাঁর স্ত্রী সাক্ষী ও মেয়ে জিভা। ছিলেন করিশ্মা কপূর, বরুণ ধওয়ন, আমির খান, কিরণ রাও, অক্ষয় কুমার, বনি কপূর, জাহ্নবী কপূররাও। ফাল্গুনী শেনের পিকক লেহেঙ্গা পরা ছবিটি সাক্ষী পোস্ট করেছিলেন। সেটি প্রশংসা কুড়িয়েছেন নেট দুনিয়ায়।

০৭ ১৫
প্রিয়ঙ্কা চোপড়া, নিক জোনাস, অনিল কপূর, কর্ণ জোহরকেও এ দিন দেখা গিয়েছে অনুষ্ঠানে। অনুষ্ঠানের মেনুতে ছিল সেরা ভারতীয় খাবার ও পশ্চিমি কিছু পদ। ছিল বাঙালি রান্নাও।

প্রিয়ঙ্কা চোপড়া, নিক জোনাস, অনিল কপূর, কর্ণ জোহরকেও এ দিন দেখা গিয়েছে অনুষ্ঠানে। অনুষ্ঠানের মেনুতে ছিল সেরা ভারতীয় খাবার ও পশ্চিমি কিছু পদ। ছিল বাঙালি রান্নাও।

০৮ ১৫
উদয়পুরের নারায়ণ সেবা সংস্থানে প্রায় ৫১০০ জন অতিথির সেবায় অম্বানী কন্যা অংশ নেন। লেক পিচোলার পাশেই মহা আরতি ও প্রভু শ্রীনাথের পূজারও আয়োজন করেছিলেন অম্বানী ও পিরামলরা।

উদয়পুরের নারায়ণ সেবা সংস্থানে প্রায় ৫১০০ জন অতিথির সেবায় অম্বানী কন্যা অংশ নেন। লেক পিচোলার পাশেই মহা আরতি ও প্রভু শ্রীনাথের পূজারও আয়োজন করেছিলেন অম্বানী ও পিরামলরা।

০৯ ১৫
সস্ত্রীক জন আব্রাহাম ও সস্ত্রীক সচিন তেন্ডুলকরকেও দেখা গিয়েছে অম্বানী কন্যার রিসেপশনে। অতিথিদের জন্য সকালে ক্যাজুয়াল ড্রেস কোড থাকলেও রাতে তা ছিল সনাতনী পোশাক। পরতে বলা হয়েছিল আরামদায়ক জুতো।

সস্ত্রীক জন আব্রাহাম ও সস্ত্রীক সচিন তেন্ডুলকরকেও দেখা গিয়েছে অম্বানী কন্যার রিসেপশনে। অতিথিদের জন্য সকালে ক্যাজুয়াল ড্রেস কোড থাকলেও রাতে তা ছিল সনাতনী পোশাক। পরতে বলা হয়েছিল আরামদায়ক জুতো।

১০ ১৫
বিশেষ ভাবে সক্ষম কয়েকশো ব্যক্তির জন্যও অম্বানী পরিবারের তরফে হুইল চেয়ার ও ওয়াকার উপহার দেওয়া হয়। এঁদের মধ্যে রয়েছেন বেশ কয়েকজন স্থানীয় হস্তশিল্পীও। তাঁদের অনেকেই লেক প্যালেস হোটেলে ঈশার বিয়ের প্রদর্শনীতেও অংশ নিচ্ছেন।

বিশেষ ভাবে সক্ষম কয়েকশো ব্যক্তির জন্যও অম্বানী পরিবারের তরফে হুইল চেয়ার ও ওয়াকার উপহার দেওয়া হয়। এঁদের মধ্যে রয়েছেন বেশ কয়েকজন স্থানীয় হস্তশিল্পীও। তাঁদের অনেকেই লেক প্যালেস হোটেলে ঈশার বিয়ের প্রদর্শনীতেও অংশ নিচ্ছেন।

১১ ১৫
তিন দিন ধরেই দরিদ্র ও পিছিয়ে পড়া শ্রেণির কয়েক হাজার অতিথিকে অম্বানীরা উদয়পুর ভিলায় স্বাগত জানাবেন অন্নসেবার মাধ্যমে।

তিন দিন ধরেই দরিদ্র ও পিছিয়ে পড়া শ্রেণির কয়েক হাজার অতিথিকে অম্বানীরা উদয়পুর ভিলায় স্বাগত জানাবেন অন্নসেবার মাধ্যমে।

১২ ১৫
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীশ, শিল্পপতি লক্ষ্মী মিত্তল, ব্রিটিশ পেট্রোলিয়াম কোম্পানির বব ডাডলি, হলিউডের ‘টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি ফক্স’-এর জেমস মারডক, স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাঙ্কের সিইও বিল উইন্টার্স, ওয়ার্ল্ড ইকনমিক ফোরামের প্রতিষ্ঠাতা ক্লাউস শোয়াব।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীশ, শিল্পপতি লক্ষ্মী মিত্তল, ব্রিটিশ পেট্রোলিয়াম কোম্পানির বব ডাডলি, হলিউডের ‘টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি ফক্স’-এর জেমস মারডক, স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাঙ্কের সিইও বিল উইন্টার্স, ওয়ার্ল্ড ইকনমিক ফোরামের প্রতিষ্ঠাতা ক্লাউস শোয়াব।

১৩ ১৫
রবিবার অরিজিৎ সিংহের গানের সঙ্গে প্রি-ওয়েডিং সেরেমনি হয়ে উঠবে আরও জমজমাট। অতিথিদের জন্য আছে নানারকম গেমস, অন্তাক্ষরী, ফ্যাশন ওয়াকের ব্যবস্থাও। প্রিয়ঙ্কা চোপড়াও অংশ নিতে পারেন নাচের অনুষ্ঠানে।

রবিবার অরিজিৎ সিংহের গানের সঙ্গে প্রি-ওয়েডিং সেরেমনি হয়ে উঠবে আরও জমজমাট। অতিথিদের জন্য আছে নানারকম গেমস, অন্তাক্ষরী, ফ্যাশন ওয়াকের ব্যবস্থাও। প্রিয়ঙ্কা চোপড়াও অংশ নিতে পারেন নাচের অনুষ্ঠানে।

১৪ ১৫
বিয়ে উপলক্ষে সেজে উঠেছে অ্যান্টিলিয়া। গোলাপের তোড়া দিয়ে মুড়ে ফেলা হচ্ছে বাড়িটিকে।

বিয়ে উপলক্ষে সেজে উঠেছে অ্যান্টিলিয়া। গোলাপের তোড়া দিয়ে মুড়ে ফেলা হচ্ছে বাড়িটিকে।

১৫ ১৫
বান্দ্রার ওয়ারলিতে ঈশা ও আনন্দের বাংলোয় গিলিটা সেজে উঠেছে গাঁদা ফুলের সাজে। একই সঙ্গে চলছে নির্মাণ কাজের শেষ মুহূর্তের প্রস্তুতিও।

বান্দ্রার ওয়ারলিতে ঈশা ও আনন্দের বাংলোয় গিলিটা সেজে উঠেছে গাঁদা ফুলের সাজে। একই সঙ্গে চলছে নির্মাণ কাজের শেষ মুহূর্তের প্রস্তুতিও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
আরও গ্যালারি

Share this article

CLOSE
Popup Close
Something isn't right! Please refresh.